দীর্ঘদিনের স্বপ্নপূরণ! বাঁকুড়া থেকে হাওড়ার যাত্রাপথ হ্রাস, সুখবর দিলেন সাংসদ সৌমিত্র খাঁ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিনের লড়াই! অবশেষে বাঁকুড়া (Bankura) থেকে ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া (Howrah) পর্যন্ত ইন্টারসিটি এক্সপ্রেসের অনুমোদন দিল রেলমন্ত্রক (Indian Railway)। এর পেছনে যেই মানুষটির অবদান ভোলার নয় তিনি নিজেই বাঁকুড়াবাসীকে এই সুখবর দিয়েছেন। এখানে কথা হচ্ছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র (MP Saumitra Khan)। এই নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন করেছিলেন সৌমিত্র খাঁ। তারই অনুমোদন এসেছে বলে খবর।

উচ্ছ্বসিত সাংসদ সৌমিত্র খাঁ

শনিবার বাঁকুড়াবাসীকে খুশির খবর দিয়ে সৌমিত্র খাঁ ফেসবুকে লিখেছেন, “সুখবর সুখবর সুখবর !! ভারতীয় জনতা পার্টি কথা দিলে কথা রাখে। বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কাজ করে যাব। আজ বাঁকুড়া টু হাওড়া ভায়া মশাগ্রাম ট্রেন এর সময়সূচী দেওয়া হলো।”

বাঁকুড়াবাসীর দীর্ঘদিনের দাবি। এ বার সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। হাওড়া থেকে বাঁকুড়ার দুরুত্ব অনেকটাই ঘুচবে। সুরাহা হবে অগুনতি মানুষের।হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম ডিরেক্ট ট্রেন চালু হলে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ১৮৫ কিলোমিটার হবে যা পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশন হিসাবেও কাজ করবে।

14 years of battle complete BJP MP Saumitra Khan shares video

আরও পড়ুন: মোথাবাড়ি হিংসায় ধৃতদের মধ্যে সবাই হিন্দু? যা বললেন BJP নেতা তরুণজ্যোতি… তুঙ্গে শোরগোল

এতদিন খড়গপুর হয়ে হাওড়া আসতে হত। যার ফলে কোনো যাত্রীকে ২৩১ কিমি পরিবহন করতে হত। কিন্তু এবার বাঁকুড়া-মশাগ্রাম হয়ে সরাসরি হাওড়ায় আসা যাবে। প্রায় ৪৬ কিলোমিটার দূরত্ব কমছে। যার ফলে উপকৃত হবেন বাঁকুড়ার লোকজন। আগেই সৌমিত্র খাঁ জানিয়েছিলেন খুব শীঘ্রই বিষ্ণুপুর লোকসভাবাসীর স্বপ্ন তথা তার স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার সত্যিই তা বাস্তবে হচ্ছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X