বাংলাহান্ট ডেস্ক : গতকাল সন্ধ্যায় উড়িষ্যার (Odisha) বালেশ্বর স্টেশন এর কাছে ঘটে গিয়েছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। এই ঘটনায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ৩০০। আহত হয়েছেন হাজারেরও বেশি যাত্রী। কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা? করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ১২ ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে। গত ১২ ঘন্টায় এই দুর্ঘটনার পিছনে ঠিক কী কারণ উঠে আসছে?
ভারতীয় রেলের (Indian Railways) প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, আপ করমন্ডল এক্সপ্রেস অন্য লাইনে চলে যাওয়ায় ঘটেছে এই ভয়ংকর দুর্ঘটনা। শুক্রবার এই দুর্ঘটনার ঘটে সন্ধ্যা ৬:৫৫ মিনিট নাগাদ। রেলের প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হচ্ছে, ১২৮৪১ করমণ্ডল এক্সপ্রেসের যাওয়ার কথা ছিল বহং বাজার স্টেশনের আপ মেন লাইন দিয়ে।
ওই লাইন দিয়ে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়ার পর প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু কোনও কারনে করমন্ডল এক্সপ্রেস আপলাইন ছেড়ে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মাল গাড়ির উপর এসে ধাক্কা মারে। এই সংঘর্ষের ফলে লাইনচ্যুত হয়ে যায় করমন্ডল এক্সপ্রেস। রিপোর্টে উল্লেখ, ১২৮৬৪ হাওড়াগামী ডাউন হমসফর এক্সপ্রেস ওই একই সময়ে এসে যায় ডাউন লাইনে।
লাইনচ্যুত হয়ে যাওয়া করমন্ডল এক্সপ্রেস এর বগির সাথে ধাক্কা লেগে হমসফর এক্সপ্রেস এর দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এই দুর্ঘটনার পিছনে ট্রেন চালক দায়ী নাকি রেললাইন পয়েন্ট বা সিগন্যালিং দায়ী, তা এখনো স্পষ্ট নয়।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সকালে ঘটনাস্থলে গিয়ে জানিয়েছেন তদন্তের পর দুর্ঘটনার কারণ সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে।