বাংলা হান্ট ডেস্কঃ করোনা আবহ পেরিয়ে আবারও স্বাভাবিকের দিকে এগোচ্ছে জনজীবন। সেইমত স্বাবাভিক ছন্দে ফিরছে রেল চলাচলও। আর এই নতুন আবহে বেশকিছু পুরনো নিয়মে বদল আনতে চলেছে রেল কর্তৃপক্ষ, আবার বাঁচিয়ে তোলা হচ্ছে কিছু পুরনো নিয়মও। যাতে করে উপকৃত হবেন যাত্রীরাই।
অনেক সময় দেখা যায় কোন আত্মীয়কে ছাড়তে স্টেশনে এসেছেন অন্য এক আত্মীয়। যিনি ট্রেনের সফর করবেন তাঁর কাছে টিকিট থাকলেও, অন্যজনের কাছে নেই কোন টিকিট। এই পরিস্থিতিতে টিটিই ধরলে কিন্তু তাঁকে ফাইন করতেই পারেন। তবে এক্ষেত্রে কিন্তু টিটিইকে সন্তুষ্ট করতে না পারলে, ধরে নেওয়া হবে আপনি ট্রেনটির শুরু থেকেই টিকিট ছাড়াই সফর করছিলেন। এইসকল ক্ষেত্রে অবশ্যই তাঁকে প্ল্যাটফর্ম টিকিট (platform ticket) কাটতে হবে।
আবার অনেক সময় দেখা যায়, তাড়াহুড়ো করে সফরের ক্ষেত্রে টিকিট সংরক্ষিত করা না হলেও, কিন্তু আপনি শুধুমাত্র স্টেশন টিকিট নিয়েই ট্রেনে চড়তে পারেন। তবে সেক্ষেত্রে সংরক্ষিত যাত্রীদের মত টিটিইর জন্য অপেক্ষা করলে চলবে না। আপনাকে নিজে থেকেই আগে টিটিইকে খুঁজে নিয়ে আপনার গন্তব্যস্থলের টিকিট করাতে হবে।
আপনার উত্তরে টিটিই সন্তুষ্ট না হলে কিন্তু আপনাকে যাত্রার মাঝপথেই নামিয়ে দিতে পারেন। আর যদি সন্তুষ্ট হন, তাহলে টিটিই আপনাকে নতুন টিকিট করে দেবেন। অবশ্যই সেক্ষেত্রে দেখা হবে আপনি কোন বগিতে উঠেছেন তাঁর উপর ভিত্তি করে। আর যদি ট্রেনের সিট না থাকে, তাহলে টিকিট কাটলেও, কিন্তু আপনাকে সংরক্ষিত আসন ছাড়াই সফর করতে হবে।