একধাক্কায় ভাড়া কমছে বন্দে ভারত এক্সপ্রেসের? ‘মাস্টারপ্ল্যান’ ভারতীয় রেলের!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৯ সালে চালু হওয়ার পর থেকেই বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) জনপ্রিয়তা তুঙ্গে। উন্নত পরিষেবার সেমি স্পিড এই ট্রেন। রয়েছে একাধিক ফেসিলিটিস। তবে সাধারণ মানুষের কাছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল ভাড়া। উচ্চ ভাড়ার কারণে আম-আদমির এই নিল-সাদা যানে উঠতে গিয়ে ঘাম ঝরছিল। তবে এবার হয়তো সেই সমস্যার সুরাহা হতে চলেছে। সূত্রের খবর, ভারতীয় রেলওয়ে বন্দে ভারত ট্রেনের টিকিটের দাম কমানোর কথা ভাবছে।

ভাড়া কমছে বন্দে ভারতের? Vande Bharat Train

বর্তমানে দেশজুড়ে ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে বন্দে ভারতের টিকিটের ভাড়া কমানোর জন্য রেল চিন্তা-ভাবনা শুরু করল বলে জানা গিয়েছে। যাতে দেশের বড় অংশের মানুষ নির্দ্বিধায় এই প্রিমিয়াম ট্রেনে চড়তে পারেন সে কথা মাথায় রেখেই রেলের তরফে বড়সড় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সূত্র মারফত খবর।

Indian Railways gave a big gift to the passengers.

আরামদায়াক দুরন্ত গতির বন্দে ভারত মূলত কোনও রাজ্যের বা পাশাপাশি দুই রাজ্যের মধ্যে ৮০০ কিলোমিটার দূরত্বের মধ্যেকার দু’টি বড় শহরের যোগসূত্র স্থাপন করে। মোটের উপর প্রায় ১০ ঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছে দেয় বন্দে ভারত। তবে, যেহেতু ভাড়াটা অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটাই বেশি তাই মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তদের কাছে এতদিন সেটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল।

ভিডিও দেখুন: https://youtu.be/2KQg6UrOwq0?si=N0sowLPfplEMikjj

উল্লেখ্য, বন্দে ভারতের মতো ট্রেন দেশের সাধারণ মানুষের ব্যবহার যোগ্য হওয়া উচিত বলে লোকসভায় উদ্বেগপ্রকাশ করেছিলেন কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন। যাতে এর পরিষেবা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকে সেই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে প্রশ্ন করেছিলেন রকিবুল।

আরও পড়ুন: ‘সইবে না আর বাংলা’! চাকরি বাতিল, জঙ্গি হামলা নিয়ে তপ্ত আবহেই বাংলায় প্রতিবাদী গান রিলিজ BJP-র

সূত্রের খবর, এখনও ভাবনার স্তরে রয়েছে গোটা বিষয়টি। এখনও পর্যন্ত এই ট্রেনে ভাড়া কমানোর বিষয়ে সরকারের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। ভাড়া কমানোর জন্য যে সমস্ত বিষয় মাথা রাখা যেতে পারে, যে যে ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব সেই সমস্ত বিষয়েই আলোচনা চলছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X