যুবকদের জন্য সুখবর, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল, পাবেন আকর্ষণীয় বেতন

বাংলা হান্ট ডেস্কঃ এই করোনা কালে চাকরি হারিয়েছেন অনেকেই। অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মিলছেনা ভালো চাকরি, তাদের জন্য এবার সুখবর দিল ভারতীয় রেল। দক্ষিণ-পূর্ব শাখায় এবার চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে তারা। যদিও চাকরিটি চুক্তিভিত্তিক, তবে আশার কথা হলো, কাজ ভাল হলে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী দিনের চুক্তি বাড়ানোর কথাও জানিয়েছে ভারতীয় রেল। তাছাড়া বেতনও যথেষ্ট আকর্ষণীয়। কিন্তু প্রথমেই জানিয়ে রাখি শূন্য পদের সংখ্যা মাত্র একটি।

এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। আগামী ৩১ অগস্ট ২০২১-এর আবেদন পৌঁছাতে হবে নির্দিষ্ট দপ্তরে। পোস্ট মারফত আবেদন করা যাবে, সে ক্ষেত্রে ঠিকানা হলোঃ
Additional Registrar, Railway Claims Tribunal, Esplanade Mansion, 2, Esplanade East, Kolkata-700069

শিক্ষাগত যোগ্যতাঃ

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটারে দক্ষতা থাকা প্রয়োজন এবং অবশ্যই প্রয়োজন ইংরেজি ভাষাতে দক্ষতা।

বয়সঃ
আবেদনকারী নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে এ ক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্বসীমা নেই।

বেতনক্রমঃ

মাসিক ২৫০০০ টাকা।

job 1

বিস্তারিত জানতে এবং ফর্মটি ডাউনলোড করতে প্রার্থীরা যোগাযোগ করতে পারেন https://ser.indianrailways.gov.in/ এই ওয়েবসাইটে।

ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল, পাবেন আকর্ষণীয় বেতন

Indian Railway will recruit a data entry operator contractually

contractual data entry operator, Indian Railway recruitment, India, Kolkata,

চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর, ভারতীয় রেলওয়ে, কলকাতা, চাকরির বিজ্ঞপ্তি,

Abhirup Das

সম্পর্কিত খবর