বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমতাবস্থায়, যাত্রীদের সুবিধার্থে রেল স্টেশনগুলিকে (Indian Railways) বর্তমানে ঢেলে সাজানো হচ্ছে। তবে, এই প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন রেল স্টেশনগুলি সম্পর্কে জানাবো। ভারতীয় রেলের রেল স্বচ্ছ পোর্টালের তথ্যের ভিত্তিতে এই স্টেশনগুলির একটি তালিকা সামনে এসেছে।
সবচেয়ে অপরিচ্ছন্ন স্টেশনগুলির তালিকা সামনে আনল রেল (Indian Railways):
আমরা যদি, দেশের ১০ টি নোংরা রেল স্টেশনের (Indian Railways) তালিকার দিকে তাকাই তাহলে দেখা যাবে, তামিলনাড়ুর পেরুঙ্গালাথুর রেল স্টেশনটি প্রথমে আসে। রেল স্বচ্ছ পোর্টালের রিপোর্ট অনুযায়ী, এই স্টেশনটিকে দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন রেল স্টেশন হিসেবে বিবেচিত করা হয়েছে। তামিলনাড়ুর গুইন্ডি রেল স্টেশন অপরিচ্ছন্নতার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।
এদিকে, ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে দিল্লির একাধিক জায়গায় সমস্যা হচ্ছে। এমতাবস্থায়, দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন রেল স্টেশনের (Indian Railways) তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লির সদর বাজার রেলওয়ে স্টেশন। রেল স্বচ্ছ পোর্টাল অনুসারে, ওই স্টেশনে এই সমস্যা আবর্জনা নিষ্কাশনের সমস্যার কারণে ঘটেছে। পাশাপাশি, তামিলনাড়ুর ভেলাচেরি স্টেশন এই তালিকায় রয়েছে চতুর্থ স্থানে।
আরও পড়ুন: Alto, Brezza, WagonR….এবার এই কারণে সস্তা হতে চলেছে মারুতির গাড়িগুলি! মিস করবেন না সুযোগ
রেল স্বচ্ছ পোর্টালের প্রতিবেদন অনুসারে, তামিলনাড়ুর গুডুভানচেরি স্টেশনটি অপরিচ্ছন্নতার দিক থেকে পঞ্চম স্থানে এবং ওই রাজ্যেরই সিঙ্গাপেরুমালকোয়েল স্টেশনটি ষষ্ঠ স্থানে রয়েছে। পাশাপাশি, এই তালিকায় কেরলের ওটাপালম স্টেশন সাত নম্বরে এবং তামিলনাড়ুর পাজভান্তঙ্গল রেল স্টেশন (Indian Railways) অষ্টম স্থানে রয়েছে।
আরও পড়ুন: এবার বিশ্বজুড়ে বাজল RBI গভর্নরের ডঙ্কা! গড়লেন বিরাট নজির, প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী
এদিকে, যে রেল স্টেশনগুলিকে (Indian Railways) নবম এবং দশম স্থানে রাখা হয়েছে তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে একটি করে রেল স্টেশন। নবম স্থানে রয়েছে বিহারের আরারিয়া কোর্ট স্টেশনের নাম এবং দশম স্থানে রয়েছে উত্তরপ্রদেশের খুরজা স্টেশনের নাম। জানিয়ে রাখি যে, উল্লিখিত নামগুলি ছাড়াও, পাটনা, মুজাফফরপুর, ঝাঁসি, বেরেলি এবং শাহগঞ্জ রেল স্টেশনগুলির নামও সবচেয়ে অপরিচ্ছন্ন রেল স্টেশনের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।