বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে যাতায়াতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এদিকে, যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর একের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। পাশাপাশি, ইতিমধ্যেই দেশজুড়ে সফর শুরু করেছে বন্দে ভারতের মতো অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেন। এই ট্রেন অল্প সময়ের মধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে যাত্রীদের মধ্যে। তবে এবার, শুরু হতে চলেছে বন্দে মেট্রো ট্রেনের পরিষেবা।
বড় পদক্ষেপ রেলের (Indian Railways):
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গুজরাটের ভুজ এবং আহমেদাবাদের মধ্যে দেশের প্রথম বন্দে মেট্রো ট্রেন চলবে। আগামী ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করবেন। এর পরে, দেশের অন্যান্য রাজ্যে বৃহৎ পরিসরে বন্দে মেট্রো ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। জানা গিয়েছে যে, রেলের (Indian Railways) তরফে ৩ হাজার প্যাসেঞ্জার ট্রেনের পরিবর্তে বন্দে মেট্রো চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
জানিয়ে রাখি যে, বন্দে মেট্রো ট্রেন তার দুর্দান্ত সব ফিচার্সের মাধ্যমে যাত্রীদের সামগ্রিক সফরের অভিজ্ঞতা আরও আরামদায়ক এবং আকর্ষণীয় করে তুলবে। পাশাপাশি, যাতায়াতের সময়ও অনেকটাই কমে আসবে। এই প্রসঙ্গে রেলওয়ে বোর্ডের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বন্দে মেট্রো ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তবে, এই ট্রেন ঘণ্টায় ৭৫ থেকে ৯০ কিলোমিটার বেগে চালানো হবে।
আরও পড়ুন: একদিনে ১৬,৫০০ কোটি টাকা আয় করেও বড় ঝটকা খেলেন আদানি! জানলে হয়ে যাবেন অবাক
সেল্ফ প্রোপেল্ড প্রযুক্তির কারণে, বন্দে মেট্রো ট্রেন খুব তাড়াতাড়ি দ্রুতগতি তুলতে সক্ষম হবে এবং দ্রুত থামতেও সক্ষম হবে। অর্থাৎ, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের চেয়ে বন্দে মেট্রোর গড় গতি বেশি হবে। আধিকারিক জানিয়েছেন যে, বন্দে মেট্রোর ভাড়া এখনও নির্ধারণ করা হয়নি। তবে এটি মেল-এক্সপ্রেসের স্লিপার ক্লাসের চেয়ে বেশি হবে। তার মানে ভুজ-আমেদাবাদের মধ্যে যাত্রী প্রতি ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা হতে পারে।
আরও পড়ুন: ১৪৭ বছরে প্রথমবার….ইতিহাস তৈরির পথে কোহলি! সচিনের বিশ্ব রেকর্ডও সহজেই দেবেন ভেঙে
৩,০০০ হাজার প্যাসেঞ্জার ট্রেন সরানোর প্রস্তুতি: জানা গিয়েছে, রেল (Indian Railways) বর্তমানে থাকা ৩,০০০ প্যাসেঞ্জার ট্রেনকে প্রতিস্থাপিত করে তার জায়গায় বন্দে মেট্রো ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইন্টারসিটি হিসেবে চলা এই ট্রেনগুলি আধুনিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দ্বারা সজ্জিত থাকবে। বন্দে মেট্রো ট্রেন মূলত ২০০-৩৫০ কিলোমিটারের মধ্যে থাকা বড় শহরগুলির মধ্যে চালানো হবে। এই ট্রেনের দুর্দান্ত সব ফিচার্সের মধ্যে অন্যতম হল, বন্দে মেট্রোর দরজা গুলি সাইড থেকে স্বয়ংক্রিয়ভাবে খুলবে এবং বন্ধ হবে। জরুরি পরিস্থিতিতে, একটি টক ব্যাক সুবিধা থাকবে। যার মাধ্যমে যাত্রীরা সরাসরি ট্রেবের চালকের সাথে কথা বলতে পারবেন। আগুন প্রতিরোধের জন্য প্রতিটি কোচে ১৪ টি সেন্সর থাকবে। এর পাশাপাশি বন্দে মেট্রো ট্রেনের প্রতিটি কোচে প্রতিবন্ধীদের জন্য একটি করে হুইলচেয়ারও থাকবে বলে জানা গিয়েছে।