বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ছিল যখন রেলের এসি কোচে যাতায়াতকারীদের খুব ধনী বলে মনে করা হতো। তবে গত কয়েক বছরে রেল তাদের ব্যবস্থায় অনেক পরিবর্তন এনেছে। ফলে মধ্যবিত্তদের ট্রেনের এসি কোচে যাতায়াত করা সহজ হয়েছে। যাত্রীরা যাতে সস্তায় এসিতে যাতায়াত করতে পারেন সেজন্য ট্রেনে 3 টি এসি ইকোনমি ক্লাস কোচ যুক্ত করা হয়েছে। যার ভাড়া সাধারণ 3 এসি ভাড়ার চেয়ে কম রাখা হয়েছে।
আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য পূর্ব মধ্য রেলওয়ের পাটনা এবং রাজেন্দ্রনগর টার্মিনাল থেকে পূর্ব মধ্য রেলওয়ের 36 জোড়া ট্রেনে একটি করে উন্নত এবং অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত তৃতীয় ইকোনমি ক্লাসের কোচ বসানোর সিদ্ধান্ত নিয়েছে।
যাত্রীদের কাছে রেল ভ্রমণের অভিজ্ঞতা এরফলে হবে আরো আরামদায়ক। এছাড়াও পূর্ব মধ্য রেলওয়ের বিভিন্ন স্টেশনের জন্য জোনাল রেলওয়ে দ্বারা পরিচালিত 12 টি ট্রেনে পরীক্ষামূলক ভিত্তিতে উন্নত এবং অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত তৃতীয় ইকোনমি ক্লাসের একটি করে কোচ স্থাপন করা হবে।
এসব ট্রেনে এসি ইকোনমিক ক্লাস কোচ বসানো হবে :
ট্রেন নম্বর 13237/13238 এবং 13239/13240 পাটনা-কোটা-পাটনা এক্সপ্রেস, ট্রেন নম্বর 12393/12394 রাজেন্দ্রনগর টার্মিনাল-নতুন দিল্লি-রাজেন্দ্রনগর টার্মিনাল সমগ্র ক্রান্তি এক্সপ্রেস, ট্রেন নং 22351/22352 পাটলিপুত্ৰ এসএমবিএইচটি বেঙ্গালুরু-পাটলিপুত্র এক্সপ্রেস,ট্রেন নম্বর 22355/22356 পাটলিপুত্ৰ চণ্ডীগড়-পাটলিপুত্র এক্সপ্রেস, ট্রেন নম্বর 12355/12356 পাটনা জম্মুতভি-পাটনা অৰ্চনা এক্সপ্রেস,ট্রেন নম্বর 13201/13202 পাটনা লোকমান্য তিলক টার্মিনাস।