পুজোর আগেই ভারতীয় রেলের বাম্পার উপহার! এবার থেকে ভিড় হবে না আর কোনও ট্রেনে

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের বৃহত্তম গণপরিবহন ব্যবস্থা। ভারতীয়দের কাছে তো বটেই সারা জগৎ জুড়ে বিরাট খ্যাতি রয়েছে ভারতীয় রেলের । কাছে থেকে দূরে ভারতের প্রতিটি প্রান্তে শিরা ধমনীর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় রেল নেটওয়ার্ক। তাই ছোট থেকেই কম-বেশি সকলেরই ট্রেনে (Train) চড়ার অভিজ্ঞতা রয়েছে।

ভারতবর্ষে আট থেকে আশি সকলের কাছেই অন্যতম ভরসার গণ পরিবহন মাধ্যম হল এই ভারতীয় রেল। তাই সত্যিই আমাদের দেশে রেল পরিবহন ব্যবস্থার জুড়ি মেলা ভার। তাই ভারতীয় রেলকে এমনি এমনিই আমাদের দেশের লাইফ লাইন বলা হয় না। প্রতিনিয়ত ভারতীয় রেলওয়ের পরিষেবা যেভাবে উন্নত হয়ে চলেছে তা নিঃসন্দেহে যে কোনও  ভারতীয়র কাছে গর্বের বিষয়।

   

যাত্রীদের সুবিধার্থে জন্য বিশেষ করে প্রত্যেক যাত্রীর সফর  আরও বেশি নিরাপদ এবং আরামদায়ক করে তোলার জন্য প্রতিনিয়ত নিত্য নতুন পরিষেবা আনছে ভারতীয় রেল। যার মধ্যে স্টেশন সম্প্রসারণ থেকে শুরু করে রয়েছে লোকাল কিংবা এক্সপ্রেস ট্রেনের অত্যাধুনিক পরিষেবা। সম্প্রতি তেমনি যাত্রীদের সুবিধার কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সাধারণত দূরপাল্লার ট্রেনে কম দূরত্বের মধ্যে সফরকালীন সময়ে জেনারেল কোচেই (General Coach) সফর  করে থাকেন অধিকাংশ যাত্রী।

আর জেনারেল কোচের জন্য আগে থেকে টিকিট বুকিং করার কোনো প্রয়োজন পড়ে না। তাই কেউ যদি কোনো কারণে আগে থেকে টিকিট বুক করতে না পারেন তাহলে তিনিও শেষ মুহূর্তেই জেনারেল কোচের অপশনই বেছে নেন। কিন্তু এবার এই জেনারেল কোচ নিয়েই  নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে করছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর মেইল এবং এক্সপ্রেস ট্রেনের জেনারেল কোচে ভিড় কমাতেই এবার কোচের সংখ্যা বাড়াবে কেন্দ্রীয় সরকার।তার জন্য অতিরিক্ত ২৫০০ টি জেনারেল কোচ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের মাদ্রাসা থেকে ভুয়ো নাম পরিচয় নিয়ে হিন্দু সেজে গুজরাতে! গ্রেফতার বাংলাদেশি মুসলিম

যা আগামী দিনে  সাধারণ মানুষের জন্য অনেকটাই সুবিধাজনক হয়ে উঠতে চলেছে। প্রসঙ্গত বিগত এক দশকের মধ্যেই ভারতীয় রেলের কোচ উৎপাদন ক্ষমতা ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। জানা যাচ্ছে ২০১৪-১৫ আর্থিক বছরে, মোট ৫৫৫টি রেলের কোচ উৎপাদিত হয়েছিল। সেখানে ২০২৩-২৪ সালে মোট ৭১৫১টি কোচ তৈরি করার  লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর চলতি অর্থবর্ষে  মোট  ৮৬৯২টি কোচ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে অমৃত ভারত ট্রেনের জন্য ৫০টি AC, NON-AC কোচ তৈরি করা হবে।

 

Indian Railways 1122

এরমধ্যে বন্দে ভারত ট্রেনের জন্য ১৬০০টি, আর এক্সপ্রেস ট্রেনগুলিতে ২৫০০টি কোচ এবং মেল ট্রেনগুলিতে ১২৫০টি কোচ যুক্ত করা হবে।প্রসঙ্গত বিগত কয়েকমাসে জেনারেল কোচগুলিতে মাত্রাতিরিক্ত পরিমাণে ভিড় হচ্ছে। আর ভিড়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাই ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার হাত থেকে রক্ষা পেতে রেলওয়ে বোর্ড গত মঙ্গলবার একটি বৈঠকে অতিরিক্ত ২৫০০ সাধারণ শ্রেণির কোচ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর