ফের ট্রেন দুর্ঘটনা, এবার সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা, লাইনচ্যুত একাধিক বগি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ট্রেন (Indian Railways) দুর্ঘটনা। বছরে শুরুতে ফের বাংলার বুকে ঘটে গেল ট্রেন দুর্ঘটনা। প্রজাতন্ত্র দিবসের দিনই হাওড়ায় লাইনচ্যুত সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। ডাউন তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা পার্সেল কারের। এরফলে লাইনচ্যুত হয় ৩ টি বগি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই খবর।

হাওড়ায় ট্রেন (Indian Railways) দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস:

প্রজাতন্ত্র দিবসের দিন সকাল ৮ টা বেজে ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। রেল (Indian Railways) সূত্রে জানা গিয়েছে, সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস পদ্মপুকুর দিয়ে রেল ইয়ার্ড হয়ে শালিমারের দিকে যাচ্ছিল। আর সেইসময় সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা অন্য একটি পার্সেল কারের। 

Indian Railways again train accident in West Bengal

জানা গিয়েছে, ধাক্কার কারণে তিরুপতি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে পড়ে। পদ্মপুকুর স্টেশনের কাছে লাইন বদলের সময় খালি ট্রেনে (Indian Railways) ধাক্কা লাগে বলেই খবর। যদিও খালি ট্রেন থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। এমনকি কোনও হতাহতের খবরও মেলেনি। 

আরও পড়ুন: ‘৩ জনের নাম সামনে আসা বাকি’! সেই কারণেই রাজ্য তড়িঘড়ি সঞ্জয়ের ফাঁসি দিতে চায়! বিস্ফোরক আইনজীবী

লাইন বদলের সময় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পার্সেল কারের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ৫ ও ৬ নম্বর বগি, সেইসাথে ধাক্কার কারণে পার্সেল কারেরও একটি বগি মুহূর্তেই লাইনচ্যুত হয়ে যায়। ইতিমধ্যেই এই ঘটনার কারণে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে এসেছেন রেল কর্মীরা। দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের (Indian Railways) এই শাখায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর