কমতে চলেছে বাঁকুড়া-হাওড়ার দূরত্ব, আর করতে হবেনা জার্নি ব্রেক! মসাগ্রামে কাজ শুরু করল রেল

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে খুব শীঘ্রই একটি নয়া রেলপথ পেতে চলেছে বাংলা। খবর প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়। রেল সূত্রে (Indian Railways) খবর, এই নয়া রুট চালু হলে উপকৃত হবে গোটা বাংলার (West Bengal) মানুষ। এখন প্রশ্ন হল, ঠিক কোন রুটে চালু হবে এই রেল পরিষেবা? চলুন জেনে নিই ঝটপট।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বহুদিন ধরেই বাঁকুড়া (Bankura) মসাগ্রাম (Masagram) হাওড়া (Howrah) রুটের দাবিতে সরব হয়েছিল সাধারণ মানুষ। কারণ এতদিন বাঁকুড়া থেকে হাওড়া পৌঁছানোর জন্য ভালো রকম ঝক্কি পোহাতে হত আম জনতাকে। এতদিন জার্নি ব্রেক করে হাওড়া পৌঁছাতে হত বাঁকুড়াবাসীকে। তবে এবার সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে বলেই জানাচ্ছে রেল কর্তৃপক্ষ।

যদিও বাঁকুড়া থেকে মশাগ্রাম অবধি এই ট্রেন পরিষেবার বাজেট নিয়ে কথাবার্তা আগেই হয়েছিল। টাকাও বরাদ্দ করা হয়ে গেছিল বলে খবর‌। তবে মাঝে নানা সমস্যার কারণে বন্ধ ছিল এই রেলপথ পাতার কাজ। এখন সব জট কাটতেই শুরু হয়ে গেছে স্লিপার পাতার কাজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও ভিডিওটি সত্যিই বাঁকুড়া মসাগ্রাম রুটের কী না তা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন : ‘হিরণ থেকে মিঠুন-ঝুলন’, লোকসভা নির্বাচনে BJP-র প্রার্থী তালিকায় বড় চমক! জল্পনা তুঙ্গে

তবে যেহেতু কিছুদিন আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর তরফে বাঁকুড়া-মশাগ্রাম রেলপথ নিয়ে মন্তব্য করেন। রেল সূত্রে জানানো হয়, বাঁকুড়া-হাওড়া ট্রেন চালানোর বিষয়ে সবুজ সঙ্কেত মিলে গেছে। একই সাথে বাজেট প্রসঙ্গে মুখ খোলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। জানা যায়, মোট ৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই নয়া রেলপথটির জন্য।

আরও পড়ুন : খড়্গের ফোনই ধরলেন না, রবিতেই মিলবে বড় খবর? নীতীশের ঘরওয়াপসি নিয়ে মিলল নয়া আপডেট

104716157

এবং এই রেলপথ সম্পূর্ণ হলে বাঁকুড়াবাসীর জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। এর আগে বাঁকুড়া থেকে লোকাল ট্রেনে হাওড়া যাওয়া অত্যন্ত কষ্টকর ছিল। মাঝে একাধিক ট্রেন বদল করে হাওড়া পৌঁছাতে হত আম জনতাকে। তবে এই নয়া রুট সম্পূর্ণ হয়ে গেলে আর জার্নি ব্রেক করতে হবেনা। এবার এক ট্রেনেই হাওড়া পৌঁছে যাবে বাঁকুড়াবাসী।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর