বন্দে ভারতের থেকেও কি জোরে চলে পাকিস্তানের এই ট্রেন? চমকে দেবে আসল উত্তর

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকে কয়েক’শ বছর আগে ব্রিটিশদের উদ্যোগে ভারতে প্রথম স্থাপিত হয় রেলপথ। পরবর্তীকালে ধীরে ধীরে প্রত্যেক ভারতীয়ের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে রেল ব্যবস্থা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ভারতীয় রেলের নেটওয়ার্ক পৌঁছে গিয়েছে দেশের কোণায় কোণায়। সময়ের সাথে তাল মিলিয়ে ভারতীয় রেল (Indian Railways) ট্র্যাকে নামিয়েছে রাজধানী, শতাব্দী, তেজস, বন্দে ভারত এক্সপ্রেসের মতো অত্যাধুনিক প্রযুক্তির ট্রেনকে।

ভারতীয় রেলের (Indian Railways) এক দুর্দান্ত তথ্য

ভারতীয় রেলের (Indian Railways) ইতিহাসে বন্দে ভারত এক্সপ্রেস এক গৌরবময় অধ্যায়। সেমি হাই স্পিড এই ট্রেনের হাত ধরে ভারতীয় রেল প্রবেশ করেছে এক নতুন যুগে। অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে একাধিক রুটে যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বন্দে ভারত।

আরোও পড়ুন : হারিয়ে গিয়েছিলেন সিরিয়াল থেকে, জলসার নতুন মেগায় ফিরছেন জনপ্রিয় নায়িকা

তবে ভারতের (India) পড়শী দেশ পাকিস্তানের (Pakistan) কাছেও কিন্তু রয়েছে উচ্চগতি সম্পন্ন একটি ট্রেন। তবে ঘন্টায় এই ট্রেনের গতি কত জানলে হেসে উঠতে পারেন অনেকেই। তথ্য বলছে, পাকিস্তানে চলাচল করা দ্রুততম ট্রেনটি হল কারাকোরাম এক্সপ্রেস। পাকিস্তানের দুই গুরুত্বপূর্ণ শহর করাচি ও লাহোরের মধ্যে প্রতিদিন চলাচল করে এই ট্রেনটি।

আরোও পড়ুন : সত্যি হল জল্পনা, শেষ সুযোগ পেল সিরিয়াল, বড় ঘোষণা চ্যানেলের!

করাচি ও লাহোরের মধ্যেকার ১২৪১ কিলোমিটার পথ অতিক্রম করতে পাকিস্তানের কারাকোরাম এক্সপ্রেস সময় নেয় প্রায় ১৮ ঘন্টা। করাচি-পেশোয়ার রেললাইন, খানেওয়াল-ওয়াজিরাবাদ শাখা লাইন এবং শাহদারা বাগ-সাংলা হিল শাখা লাইনে চলাচলকারী কারাকোরাম এক্সপ্রেসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ১০৫ কিলোমিটার। উত্তর পাকিস্তানের বিখ্যাত কারাকোরাম পর্বতমালার নামানুসারে নামকরণ করা হয়েছে পাকিস্তানের দ্রুততম ট্রেনটির।

Indian Railways and Pakistan highest speed train

তবে বন্দে ভারত এক্সপ্রেসের গতির নিরিখে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে রয়েছে পাকিস্তানের কারাকোরাম এক্সপ্রেস। যেখানে ভারতের বন্দে ভারত ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম, সেখানে কারাকোরাম এক্সপ্রেস মাত্র ঘন্টায় ১০৫ কিলোমিটার গতিবেগ নিয়েই হয়ে উঠেছে পাকিস্তানের দ্রুততম ট্রেন (Train)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর