ফের রাজ্যে আসছে ২ টি বন্দে ভারত? কোন রুটে করবে চলাচল? সামনে এল বড়সড় তথ্য

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা। এমতাবস্থায় ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। এদিকে সাম্প্রতিক সময়ের পরিপ্রেক্ষিতে দেশের সবথেকে আলোচিত ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সফর শুরু করেছে এই অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেন।

শুধু তাই নয়, বন্দে ভারত এক্সপ্রেসের একটি ট্রান্সপোর্ট লিঙ্ক তৈরি করার চেষ্টাও করছে ভারতীয় রেল। এদিকে, ইতিমধ্যেই আমাদের রাজ্যেও সফর শুরু হয়েছে বন্দে ভারতের। চলতি বছরের একদম প্রথম থেকেই হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল শুরু করে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। তারপরে একে একে হাওড়া-পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত চলাচল শুরু করেছে আরও দু’টি বন্দে ভারত।

এদিকে অত্যাধুনিক এই ট্রেনে সফরকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যেও প্রবল আগ্রহ পরিলক্ষিত হয়েছে। তবে ঠিক এই আবহেই সামনে এসেছে একটি বড়সড় তথ্য। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার খুব দ্রুত আরও ২ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস রাজ্যে সফর শুরু করতে পারে।

পাশাপাশি ওই ২ টি ট্রেনের সম্ভাব্য রুটের প্রসঙ্গেও শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে, এই ২ টি ট্রেনই হাওড়া থেকে যাত্রা শুরু করবে। এর মধ্যে, একটি ট্রেন সম্ভাব্য হাওড়া স্টেশন থেকে পাটনা স্টেশনের মধ্যে চলাচল করতে পারে। অর্থাৎ, সেক্ষেত্রে ওই ট্রেনের রুট হবে হাওড়া-পাটনা।

vande bharat ticket price

অন্যদিকে, আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের রুটকে ঘিরেও জল্পনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে যে, ওই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত চলাচল করবে। তবে, এখনও রেলের তরফে এই প্রসঙ্গে বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি। পাশাপাশি, এহেন দাবির প্রসঙ্গে সত্যতাও নিশ্চিত করেনি তারা। তাই, সামগ্রিকভাবে বিষয়টি এখনও জল্পনার স্তরেই রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর