বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতীয় রেলের (Indian Railways) সবচেয়ে আলোচিত ট্রেনটি হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে উঠে আসছে এই ট্রেন। এই প্রসঙ্গে প্রথমেই জানিয়ে রাখি যে, বন্দে ভারত ট্রেনটি ১৮০ কিমি বেগে চলাচল করতে পারে। পাশাপাশি, এটির একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য টেক্কা দিতে পারে বুলেট ট্রেনকেও। এছাড়াও, এই ট্রেনে রয়েছে কবচ টেকনোলজির মত অ্যাডভান্স নিরাপত্তা পরিষেবা।
শুধু তাই নয়, এই ট্রেনে থাকছে কলিশন অ্যাভয়ডেন্স সিস্টেম। যা ট্রেনে সফরকালে যাত্রীদের বিশেষ সুবিধা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। এদিকে, ইতিমধ্যেই চতুর্থ বন্দে ভারত ট্রেনটি চলে এসেছে। পাশাপাশি, খুব দ্রুত আরও বন্দে ভারত ট্রেনের পথচলা শুরু হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ক্রমশ জোরালো হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট: মূলত, বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করা হয়েছে যে, শীঘ্রই এবার হাওড়া থেকেও মোট তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের সফর শুরু হতে চলেছে। শুধু তাই নয়, ওই পোস্টে বন্দে ভারত এক্সপ্রেসের তিনটি রুট সম্পর্কেও বিস্তারিত তথ্য সামনে নিয়ে আসা হয়েছে।
যেখানে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই হাওড়া-রাঁচি, হাওড়া-পুরী এবং হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হতে পারে। পাশাপাশি, ইতিমধ্যেই ওই ট্রেনগুলির রক্ষণাবেক্ষণের জন্য হাওড়া স্টেশনের কাছে উন্নতমানের কারশেড তৈরি করা হবে বলেও দাবি করা হয়েছে ওই পোস্টে। যা তুমুল ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে।
কি জানিয়েছে রেল: এদিকে, এই সংক্রান্ত পোস্টটির আদৌ কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। তিনি জানিয়েছেন, “এটি পুরোটাই সোশ্যাল মিডিয়ার জল্পনা। এখনও এই বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।” যার ফলে, আপাতত হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সফর যে শুরু হচ্ছে না তা স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও, বন্দে ভারত ট্রেন চালানোর জন্য যে ২৭ টি রুটের কথা পরিকল্পনায় রাখা হয়েছে, সেই তালিকায় হাওড়া-ভুবনেশ্বর ও হাওড়া-রাঁচি রুটটি আছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এমতাবস্থায়, অদূর ভবিষ্যতে আমাদের রাজ্যেও যে বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হবে তা আশা করাই যায়।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলছে নিউ দিল্লি ও বারাণসীর মধ্যে। পাশাপাশি, নিউ দিল্লি ও শ্রী মাতা বৈষ্ণ দেবী কাত্রার মধ্যে দ্বিতীয় ট্রেনটি চলছে। অপরদিকে, তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসটি গত মাস থেকেই গান্ধীনগর- মুম্বই রুটে চলাচল শুরু করেছে। এদিকে, সম্প্রতি চালু হওয়া চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস গত বুধবার থেকে দিল্লি ও চন্ডীগড়ের মধ্যে চলাচল শুরু করেছে বলেও জানা গিয়েছে।