বড় পদক্ষেপ রেলের! এবার একই ট্রেনে চেপে কামাখ্যা-সহ একাধিক তীর্থস্থান দর্শন, এভাবে কাটুন টিকিট

বাংলাহান্ট ডেস্ক : ভারত গৌরব স্পেশাল চালানোর উদ্যোগ নিল ভারতীয় রেল (Indian Railways)। রানাপ্রতাপ নগর ও কামাখ্যার মধ্যে পর্যটনের প্রচার ও প্রসারের উদ্দেশ্যেই এই উদ্যোগ। ৭ দিনের জন্য চলবে এই স্পেশাল ট্যুরিস্ট ট্রেনটি। ৩ জানুয়ারি, ২০২৫ থেকে ট্রেনের যাত্রা শুরু হয়েছে। যাত্রার সমাপ্তি ঘটবে আগামী ৯ জানুয়ারি, ২০২৫ তারিখে।

ভারতীয় রেলের (Indian Railways) দুর্দান্ত উদ্যোগ

রানা প্রতাপ নগর থেকে ট্রেন নং. ০০৯৬৮, ৩ জানুয়ারি, ২০২৫ তারিখে  যাত্রা শুরু করে ০৫ জানুয়ারি, ২০২৫ তারিখের কামাখ্যা পৌঁছবে ১৪.২৫ ঘণ্টায়। পর্যটকদের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখানোর জন্য ২ দিন সেখানেই থাকবে ট্রেন। এরপর আবারো ০৭ জানুয়ারির ১৭.১৫ ঘণ্টায় ট্রেনটি (Train) কামাখ্যা থেকে রওনা দিয়ে রানাপ্রতাপ নগর পৌঁছবে ০৯ জানুয়ারি, ২০২৫ তারিখের ২২.১৫ ঘণ্টায়।

Indian Railways Bharat Gaurav Tourist Train.

যাওয়া আসার সময় বেরাচ জং. কেবিন, আজমের জং., মাদার, জয়পুর জং., আগ্রা ক্যান্টনমেন্ট, এতাওয়াহ জং., গোবিন্দপুরী, প্রয়াগরাজ জং., বারাণসী জং., পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জং., পাটলিপুত্র, বারাউনী জং., কাটিহার, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার ও নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশন প্রভৃতি স্টেশন হয়ে যাতায়াত করবে।

আরোও পড়ুন : “বাংলাদেশ আমাদের…!” পাক বিদেশমন্ত্রীর মন্তব্য ঘিরে শুরু তোলপাড়, চাপে পড়বে ভারত?

ট্রেনটিতে স্লিপার ক্লাস ও এসি-৩ টিয়ার কোচ রাখা হবে পর্যটকদের জন্য। ভারতবর্ষের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য হল ভারত গৌরব স্পেশাল ট্রেন (Bharat Gaurav Tourist Train)। ভারতীয় রেলের (Indian Railways) এই ভ্রমণ কার্যসূচি থেকে ভীষণ উপকৃত হবেন উত্তরবঙ্গ তৎসংলগ্ন রাজ্যগুলির মানুষ।

Indian Railways Bharat Gaurav Tourist Train.

প্রথম পর্যটন স্পেশাল ট্রেন ভারত গৌরব ভ্রমণপিপাসু মানুষদের জন্য ‘‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’’ এবং ‘‘দেখো আপনা দেশ’’ উদ্যোগের সাথে বেশ সংগতিপূর্ণ। আইআরসিটিসি (Indian Railways Catering and Tourism Corporation) ওয়েবসাইট থেকে যাত্রীরা এই ট্রেনে ভ্রমণের সুবিধা গ্রহণ করতে পারবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর