ছিঃ ছিঃ, এত ময়লা! মাসে কতবার পরিষ্কার করা হয় ট্রেনের কম্বল? শুনলেই গা গুলিয়ে উঠবে

বাংলাহান্ট ডেস্ক : ভারতের অধিকাংশ যাত্রীদের কাছে ট্রেন সফর একদিকে যেমন ভরসার, তেমনই অন্যদিকে অভিযোগপূর্ণও বটে। লোকাল থেকে দূরপাল্লার ট্রেন, ভারতীয় রেলের (Indian Railways) বিরুদ্ধে যাত্রীদের অভিযোগের লিস্ট নেহাত ছোট নয়। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে যাত্রীরা সম্মুখীন হন বিভিন্ন নেতিবাচক অভিজ্ঞতার।

ভারতীয় রেলের (Indian Railways) কম্বল পরিস্কার

দূরপাল্লার ট্রেনে সফর করলে এসি কোচের যাত্রীদের রেলের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে চাদর, বালিশ এবং কম্বল। তবে এই কম্বল বা চাদর মাসে কত দিন কাচা হয় জানেন? অনেক সময় যাত্রীদের অভিযোগ থাকে রেলের পক্ষ থেকে অপরিষ্কার কম্বল-চাদর দেওয়া হয়েছে তাদের। অপরিষ্কার কম্বল-চাদর একদিকে যেমন অস্বাস্থ্যকর, ঠিক তেমনই তা দীর্ঘ রেল যাত্রার পক্ষে অসুবিধাজনকও বটে।

আরোও পড়ুন : অভিষেকেই বিরাট নজির! “কনকাশন সাবস্টিটিউট” হিসেবে কিভাবে খেললেন হর্ষিত? জানালেন নিজেই

সাম্প্রতিক অতীতে সোশ্যাল মিডিয়ায় বহু ট্রেন যাত্রী ট্রেনের (Train) ময়লা কম্বল-চাদর নিয়ে অভিযোগের ঢেউ তুলেছেন। দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে যেমন কম্বল-চাদরের মানের অবনতি ঘটে, ঠিক তেমনই সঠিকভাবে পরিষ্কার না হওয়ায় সাদা চাদর, বালিশ, কম্বলে দেখা দেয় কালো বা বাদামী রঙের ছোপ।

আরোও পড়ুন : হাসিনা দেশ ছাড়ার পর ইউনূসকে বাংলাদেশের দায়িত্ব দিয়েছিলেন কে? অবশেষে ফাঁস আসল সত্য

তবে কতদিন অন্তর ট্রেনের চাদর, বালিশ, কম্বল ধোয়া হয়, সেটা জানতে চেয়ে আরটিআই করেছিলেন এক ব্যক্তি। আইআরসিটিসি সেই আরটিআই-এর জবাবে বলেছে, প্রতিটি ট্রেন যাত্রার পরেই পরিষ্কার করা হয় চাদর এবং বালিশ। রেলের এই তথ্য যাত্রীদের কিছুটা আশ্বস্ত করলেও, কম্বলের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি জানলে অনেকেই ট্রেন সফর করার আগে দু’বার ভাববেন।

Indian Railways blanket washing

ভারতীয় রেল (Indian Railways) প্রতি ১৫ থেকে ৩০ দিন অন্তর একটি কম্বল পরিষ্কার করে থাকে। গরম জল, ডিটারজেন্ট এবং স্টেরিলাইজেশনের মাধ্য‌মে ধোয়া হয়ে থাকে কম্বলগুলি (Blanket) । এমনকি কিছু কিছু জায়গায় UV স্টেরিলাইজেশনের ব্যবহার করা হয় ধোয়ার কাজে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর