জলের দরে জ্যোতির্লিঙ্গ দর্শন! উজ্জয়িনী ভ্রমণের জন্য IRCTC যা প্যাকেজ আনল…. আনন্দে লাফাবেন

বাংলাহান্ট ডেস্ক : উজ্জয়িনী, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের একটি আকর্ষণীয় ট্যুর প্ল্যান আনল আইআরসিটিসি (Indian Railways Catering and Tourism Corporation)। এই প্যাকেজের মধ্যে থাকবে থাকা-খাওয়া ও যাতায়াত সমস্ত কিছু। আইআরসিটিসি (Indian Railways Catering and Tourism Corporation) এই প্যাকেজের নাম দিয়েছে UJJAIN-Omkareshwar Jyotirlinga।

আইআরসিটিসি (Indian Railways Catering and Tourism Corporation) ট্যুর প্যাকেজ

২ রাত ৩ দিনের এই প্যাকেজে থাকবে একাধিক সুবিধা। ভারতের অন্যতম প্রসিদ্ধ একটি প্রাচীন ঐতিহাসিক শহর উজ্জয়িনী। অনেকে এই শহরকে মন্দিরের শহরও বলে থাকেন। বিশ্বের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি ওমকারেশ্বর। ওমকার পর্বতে অবস্থিত মহাদেব শিবকে উৎসর্গ করা এই মন্দিরটি নর্মদা নদীর মধ্যেকার একটি দ্বীপ।

আরোও পড়ুন : ইলিশ নাকি বিষ ধরতে পারবেন না! কিনতে যাওয়ার আগে হন সতর্ক, নাহলেই হবে “খেল খতম”

এই মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে ৬০টি বিশাল ধূসর রঙের স্তম্ভের উপর। পাঁচতলার এই মন্দিরটিতে প্রতিটিতে রয়েছেন আলাদা আলাদা দেবতা। প্রতিদিন তিনটি প্রার্থনা অনুষ্ঠিত হয় এই মন্দিরে। আইআরসিটিসির (Indian Railways Catering and Tourism Corporation) এই প্যাকেজে থাকবে উজ্জয়িনীতে এক রাত, ওমকারেশ্বরে এক রাত থাকার সুযোগ। তার সাথে এসি গাড়িতে করে ইন্দোর ও উজ্জয়িনী দেখার সুযোগ থাকবে। এই প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে ভ্রমন বিমা।

আরোও পড়ুন : প্রতিমাসে ৫০ হাজার টাকা উপার্জন করতে ইচ্ছুক? নতুন পথের দিশা নিয়ে হাজির TreasureNFT Business School

টোল, পার্কিং এবং সব ধরণের ট্যাক্স এবং জিএসটির জন্য আলাদা করে টাকা দিতে হবে না। এই প্যাকেজে আপনি যদি একা ঘুরতে যান তাহলে সিঙ্গেল বেডের জন্য ১৯৯০০ টাকা, ডবল শেয়ারিংয়ের জন্য ৯৯৯৯ টাকা, ট্রিপল অকুপেন্সির জন্য ৭২০০ টাকা খরচ করতে হবে। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুর জন্য আলাদা বেড নিলে খরচ পড়বে ৬৩০০ টাকা। আলাদা বেড না নিলে খরচ পড়বে ১৪০০ টাকা।

1702892639 istock 1433225178

 

তথ্যের জন্য যোগাযোগ করুন এখানে:

ভোপাল- আইআরসিটিসি আঞ্চলিক অফিস: ২য় তলা, ব্লক নং ০৪, পর্যবাস ভবন, আরেরা হিলস, ভোপাল-462011।

ফোন নম্বর: 8287931724, 9321901862

ই-মেইল: mgondhalekar6199@irctc.com

ইন্দোর- আইআরসিটিসি, ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার, প্ল্যাটফর্ম নং। ১, ইন্দোর রেলওয়ে স্টেশন, ইন্দোর।

ফোন নম্বর: 8287931723, 8287931724, 9321901866

জবলপুর- জবলপুর ট্যুরিজম ইনফরমেশন অ্যান্ড ফ্যাসিলিটেশন সেন্টার (টিআইএফসি) জবলপুর প্ল্যাটফর্ম নং ১, প্রধান প্রবেশদ্বার, রিটায়ারিং রুমের কাছে, জবলপুর রেলওয়ে স্টেশন, জবলপুর-482001।

ফোন নম্বর: 9321901832, 8287931724

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর