দিতে হবে না পরীক্ষা! মাস গেলে ৩০ হাজার টাকার বেতন দেবে IRCTC, কিভাবে অ্যাপ্লাই করবেন?

বাংলাহান্ট ডেস্ক : পড়াশোনা শেষ করার পর যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য বড় আপডেট। পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ করে দিচ্ছে আইআরসিটিসি। সর্বভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশন (Indian Railways Catering and Tourism Corporation) কর্মী নিয়োগ করতে চলেছে Hospitality Monitor পদে। এই পদের জন্য মাসিক ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনের যোগ্যতা কী? আবেদনের শেষ তারিখ কবে?

Indian Railways Catering and Tourism Corporation’র এই চাকরি সংক্রান্ত বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে।

পদের নাম : IRCTC নিয়োগ করতে চলেছে Hospitality Monitor পদে।

   

মোট শুন্যপদ : জানা যাচ্ছে মোট ৩৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন : Hospitality Monitor পদে মাসিক বেতন থাকছে ৩০ হাজার টাকা।

আরোও পড়ুন : শালবনি, গড়বেতা অতীত! এই দুর্দান্ত জায়গায় হচ্ছে সৌরভের ইস্পাত কারখানা, হবে বিপুল কর্মসংস্থান

যোগ্যতা : Hospitality Monitor পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই B.Sc, BBA ও MBA ডিগ্রির অধিকারী হতে হবে।

বয়সসীমা : ১লা জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী যাদের বয়স ২৮ বছরের নিচে তারাই আবেদনের যোগ্য।

আরোও পড়ুন : বকেয়া টাকা মিলবে নিমিষে! এবার দারুন পদক্ষেপ নিল স্বয়ং পশ্চিমবঙ্গ সরকার, খুশি সকলে

আবেদন প্রক্রিয়া : এই পদে আবেদন গ্রহণ অফলাইন মাধ্যমে হবে। যারা এই পদে আবেদন করতে চান তাদের প্রথমে ভিজিট করতে হবে IRCTC (Indian Railways Catering and Tourism Corporation) এর অফিসিয়াল ওয়েবসাইটে (irctc.co.in)। সেখানে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে আবেদন পত্র।

Recruitment Job opportunities in this central organization only after graduation

 

আবেদনকারীর নাম,  স্থানীয় ঠিকানা,  জন্মতারিখ, তঅভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা সহ তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করে নিতে হবে। তারপর সেই আবেদন পত্র প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা দিতে হবে আগামী ২২ জুলাই থেকে ২৬ জুলাই ২০২৪ এর মধ্যে। এই পদের জন্য প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ-এর মাধ্যমে। সেক্ষেত্রে আবেদনকারীকে লিখিত পরীক্ষায় বসতে হবে না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর