‘সোলো ট্রিপ’ করতে মন চাইছে? চিন্তা নেই! মহিলাদের জন্য সস্তায় দুর্দান্ত প্যাকেজ নিয়ে হাজির IRCTC

বাংলাহান্ট ডেস্ক : অনেক মহিলাই চান একা ঘুরতে যেতে। তবে সেক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় নিরাপত্তার বিষয়টি। তবে মহিলা সোলো ট্রাভেলার্সদের কথা ভেবে বেশ কিছু প্যাকেজ এনেছে আইআরসিটিসি (Indian Railways Catering and Tourism Service)। নিশ্চিত নিরাপত্তার সাথে অত্যন্ত সাশ্রয় মূল্যের প্যাকেজগুলিতে থাকছে একাধিক জায়গা দর্শনের সুযোগ।

এই প্যাকেজের মধ্যে থাকবে হোটেল বুকিং থেকে টুরিস্ট স্পটে পৌঁছানোর খরচ সবকিছুই। ট্যুর ম্যানেজার দেখাশোনা করবেন সমস্ত বিষয়টি। আইআরসিটিসি (IRCTC) মহিলাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করে এনেছে এই প্যাকেজগুলি। আইআরসিটিসি’র এই প্যাকেজগুলিতে থাকছে গ্রুপ ভ্রমণের সুবিধাও। এছাড়াও কোনও সমস্যা হলে মিলবে তাৎক্ষণিক সহায়তা।

এক নজরে দেখে নেওয়া যাক আইআরসিটিসি’র (Indian Railways Catering and Tourism Corporation) কিছু প্যাকেজ:

• ৫ রাত, ৬ দিন বারাণসী ও প্রয়াগরাজ ভ্রমণের একটি প্যাকেজ রয়েছে আইআরসিটিসি’র (Indian Railways Catering and Tourism Corporation)। এই প্যাকেজের যাত্রা শুরু হবে ২২ শে সেপ্টেম্বর। মাথাপিছু খরচ পড়বে ২১,৪৯০ টাকা। একসাথে দুজন যদি যাওয়া হয় তাহলে মাথাপিছু খরচ হবে ১৬,৪৮০ টাকা। এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে ভ্রমণ, হোটেল, দর্শনীয় স্থান এবং খাবারের ব্যবস্থা।

আরোও পড়ুন : RG Kar কাণ্ডের প্রতিবাদ জানানোয় চরম হেনস্থা! কি প্রতিক্রিয়া ‘কার কাছে কই’-এর বিদিশা স্নেহার?

গত আগস্ট মাসেও আইআরসিটিসি মহিলাদের জন্য নিয়ে এসেছিল বিশেষ ভ্রমণ প্যাকেজ। ১দিন ২ রাতের দিল্লি থেকে অমৃতসর ভ্রমণের একটি প্যাকেজ ছিল ৩০শে অগাস্টের জন্য। এই প্যাকেজে মাথা পিছু খরচ ছিল ১৩,৯৮০ টাকা। যদি একসাথে দুজন ভ্রমণ করেন তাহলে মাথাপিছু খরচ পড়েছিল ৮,৮১০ টাকা। ট্রেনে যাত্রা, ভ্রমণ, হোটেল খরচ, দর্শনীয় স্থান এবং খাবারের খরচ অন্তর্ভুক্ত  ছিল এই প্যাকেজে।

Indian Railways Catering and Tourism Corporation

এছাড়াও লখনউ থেকে চেরাপুঞ্জি, গুয়াহাটি, কামাখ্যা, শিলং ১০ রাত, ১১ দিন ভ্রমণের একটি প্যাকেজের যাত্রা শুরু হয়েছিল ২৬ শে আগস্ট। এই প্যাকেজের মাথাপিছু খরচ ৮৩,৮২৫ টাকা। দুজন একত্রে যাত্রা করলে মাথাপিছু খরচ ছিল ৪৬,৫০০ টাকা। ট্রেন ভ্রমণ, ট্রেকিং, হোটেল, দর্শনীয় স্থান এবং খাবারের খরচা অন্তর্ভুক্ত রয়েছে এই প্যাকেজে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর