টিকিটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন আপনিও! জেনেনিন কোন ক্ষেত্রে কত কনসেশন দেয় রেল

বাংলাহান্ট ডেস্ক : শহর থেকে গ্রাম, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত… আমজনতার দৈনন্দিন জীবনের লাইফ লাইন হল ট্রেন। লোকাল হোক বা স্পেশাল ট্রেনে চড়তে হলে টিকিট তো কাটতেই হয়। কিন্তু কোন কোন টিকিটের ক্ষেত্রে কত শতাংশ ছাড় পাওয়া যায় সে সম্পর্কে নিত্যযাত্রীদেরও অনেকেরই ধারণা নেই। আজ আমরা টিকিটের ছাড় সম্পর্কিত সেই তথ্যই আপনাদের কাছে তুলে ধরব।

রিজার্ভেশনে ছাড় : এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা দরকার, শুধুমাত্র স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট বুকিং করার ক্ষেত্রেই ভারতীয় রেলের তরফে ছাড় পাওয়া যায়। তাছাড়া, কেবলমাত্র প্রতিবন্ধী ব্যক্তিরা অনলাইনে টিকিট কাটলে ছাড় পাবেন আর রেলওয়ে পাস কেনার ক্ষেত্রেও ছাড়ের সুবিধা রয়েছে।

সাধারণ টিকিটে ছাড় : যাত্রীরা একবারে শুধুমাত্র এক ধরনের ছাড়ই পেতে পারেন। এর পাশাপাশি ছাড়ের সুবিধা ভোগ করার জন্য যাত্রীদের অন্তত ৩০০ কিলোমিটার দূরত্ব যেতে হবে। তবে, আলাদা ভাড়া দিলেও ছাড়ের টিকিট কিন্তু উচ্চতর শ্রেণিতে আপগ্রেড করা সম্ভব নয়।

কত প্রকার ছাড় মেলে টিকিটে ? গত দু’বছর আগে অর্থাৎ করোনা মহামারীর আগে ভারতীয় রেলের তরফে টিকিট কাটার ক্ষেত্রে ৫৩ ধরনের সুযোগ সুবিধা পাওয়া গেলেও বর্তমানে রেল ৩৮ প্রকার সুবিধা দেওয়া হয়। যদিও এখনো প্রবীণ নাগরিকদের লোয়ার বার্থ দেওয়ার সুবিধা রয়ে গিয়েছে। প্রসঙ্গত ভারতীয় রেল সাধারণত ৩ প্রকার টিকিটের ক্ষেত্রে ছাড়ের সুবিধা দিয়ে থাকে।

১) হৃদরোগী, কিডনি রোগী, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী, হিমোফিলিয়া রোগী, এইডস রোগীদের রেলের টিকিট কিনতে ৫০% থেকে ১০০% পর্যন্ত ছাড় দেওয়া হয়।

২) ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে ২৫% থেকে ৭৫% অবধি ছাড় দেওয়া হয়। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, মানসিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বধির ও মূকদের জন্য স্লিপার এবং এসিতে সুযোগ মেলে ।

৩) আইআরসিটিসি হোম টাউন এবং শিক্ষা সংক্রান্ত সফরে যাওয়ার প্রয়োজনে মেয়ে পড়ুয়াদের স্নাতক পর্যন্ত এবং ছেলেরা দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাড় দেয়। পাশাপাশি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ইত্যাদির মতো প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণকারী মেয়েদের স্লিপার এবং সেকেন্ড ক্লাস টিকিট পাওয়া যায়।

singapore train

কীভাবে ডিসকাউন্ট পাবেন : আপনি স্টেশন রিজার্ভেশন কেন্দ্রে ছাড় পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই এই ছাড় পেয়ে যাবেন। এছাড়া রেলওয়ে জোন, বিভাগ বা জোনাল রেলওয়ে সদর দপ্তরের মনোনীত বাণিজ্যিক কর্মকর্তাদের কাছে গিয়েও ছাড় নিতে পারেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর