ভোটের আগেই সুখবর! বড় ঘোষণা রেলের, খুশিতে লাফাচ্ছে যাত্রীরা

বাংলা হান্ট ডেস্ক : সামনেই Festival Of Colour ‘হোলি’। সারাদেশের মানুষ এখন হোলির প্রস্তুতিতে মত্ত। এমন আবহে ভারতীয় রেলও (Indian Railways) একটার পর একটা সুখবর শোনাচ্ছে। হোলি (Holi) উপলক্ষে স্পেশাল ট্রেন থেকে শুরু করে ট্রেনের ভাড়া কমানো হচ্ছে। আর এবার তো ভাড়া পুরো অর্ধেকই করে দেওয়া হল।

গত বুধবারই এই ঘোষণা করেছে উত্তর রেল। ভারতীয় রেল জানিয়েছে, উপত্যকার উপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেনের টিকিটেই ৪০ থেকে ৫০ শতাংশ ছাড় মিলবে। কোভিডকালে এই জোনের ভাড়া বাড়িয়েছিল রেল‌। আর এবার হোলির পূর্বে ভাড়া কমিয়ে যাত্রীদের সুরাহা দেওয়ার কথা চিন্তাভাবনা করছে ভারতীয় রেল।

এখানে বলে রাখা ভালো, গোটা উপত্যকাতেই লাগু হতে চলেছে এই নয়া ভাড়া। এতদিন সাদুরা থেকে শ্রীনগর যাওয়ার জন্য ভাড়া দিতে হতো ৩৫ টাকা তবে এবার থেকে ২০ টাকা কমে সেই ভাড়া হবে ১৫ টাকা‌। এই ঘোষণার পর দারুণভাবে উপকৃত হবেন উপত্যকার আম জনতা। বিশেষ করে যারা নিত্যযাত্রী তাদের পকেট বাঁচবে অনেকটাই‌।

আরও পড়ুন : বাড়িতে ৯৭ লাখি পর্দা, ৩ কোটির মার্বেল! আম আদমি কেজরিওয়ালের সম্পত্তি জেনে আঁতকে উঠবেন

5may feat

ভাড়া কমিয়েছে মধ্য রেল : উত্তর রেলের পর ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্য রেলও। গত ২৭ ফেব্রুয়ারি থেকেই এক দফায় কমেছে মধ্য রেলের ভাড়া। হালফিলের সময়ে MEMU ট্রেনগুলোতে ট্রেনের ভাড়া কমেছে প্রায় ৫০ শতাংশ। যার ফলে নিত্যযাত্রীদের পকেটের ভার কমেছে অনেকটাই।

আরও পড়ুন : আর নয় ভিড়ে ঠেলাঠেলি, আরামে সফর শিয়ালদা লাইনে! বিরাট তথ্য দিল পূর্ব রেল

পূর্ব রেলেও ভাড়া কমেছে : স্বস্তি পেয়েছে বাংলার মানুষরাও। কাটোয়া- আহমেদপুর শাখায় একধাক্কায় অনেকটাই ভাড়া কমিয়েছে পূর্ব রেল। গত ফেব্রুয়ারি মাস থেকে ৩০ টাকা থেকে ভাড়া কমে হয়েছে ১০ টাকা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর