বছর শেষে সুখবর, যাত্রী সুবিধার্থে বিশেষ পরিষেবা আনছে ভারতীয় রেল! ভ্রমণ হবে আরও সহজ

বাংলা হান্ট ডেস্ক : ডিসেম্বর চলে এল মানে বাঙালির মন এখন উড়ু উড়ু। বন্ধু, বান্ধব বা ফ্যামিলি নিয়ে কোথায় ঘুরতে যাওয়া সেই চিন্তাতেই মত্ত সব। সামনাসামনি কোনও জায়গা হলে তো প্রাইভেট গাড়ি বা ভাড়া গাড়িকেই অপশনে রাখে সবাই। তবে দূরে কোথাও যেতে হলে ট্রেনই (Indian Railways) ভরসা। আর তাই তো যাত্রী সুবিধার্থে দারুন উপহার নিয়ে এল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR)। যাতে যাত্রা হবে আরও সহজ।

আসলে পিকনিকের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে আরও বেশকিছু একমুখী স্পেশাল ট্রেন (Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (Indian Railways)। এগুলি মূলত রাঙাপাড়া নর্থ-রানি কমলাপতি, আলিপুরদুয়ার-পুরী, গুয়াহাটি-উধানা রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করবে। তাহলে চলুন দেখে নিই কবে কোন ট্রেন চলবে।

আগামী ১২ ডিসেম্বর ট্রেন নং ০৫৮৭৭ রাঙাপাড়া নর্থ-রানি কমলাপতি একমুখী স্পেশাল ট্রেনটি সকাল ৮ টায় রাঙাপাড়া নর্থ থেকে রওনা দেবে। ট্রেনটি রানি কমলাপতি পৌঁছবে ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার ৪ টায়। মাঝে পড়বে রঙিয়া জং, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি জং, বারাউনী জং, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জং, ইটারসি জংশন।

আরও পড়ুন : ঘোর বিপাকে ‘কালীঘাটের কাকু’! দিল্লিতে বৈঠক ইডির ‘ক্ষুব্ধ’ কর্তাদের, SSKM-এর বিরুদ্ধেই কড়া পদক্ষেপের ভাবনা

এছাড়া ০৫৪০১ নম্বর আলিপুরদুয়ার-পুরী একমুখী স্পেশাল ট্রেনটি আলিপুরদুয়ার জংশন থেকে রওনা থেকে রওনা দেবে ১২ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায়। ট্রেনটি পুরী পৌঁছাবে ১৩ ডিসেম্বর ১১.১০ টায়। মাঝে পড়বে বিন্নাগুড়ি, নিউ জলপাইগুড়ি জং, বর্ধমান, খড়গপুর জং, ভুবনেশ্বর__এই জংশনগুলি‌।

আরও পড়ুন : হাহাকার পড়শি দেশে, রপ্তানি বন্ধ হতেই ২৫০ টাকা পেঁয়াজের দাম! ফের ভারতের কাছে হাত পাতল বাংলাদেশ

সেই সাথে ০৫৬৭৯ নম্বর গুয়াহাটি-উধানা স্পেশাল ট্রেনটি গুয়াহাটি স্টেশন থেকে রওনা দেবে ১২ ডিসেম্বর সন্ধ্যা ৮ টায়। ট্রেনটি উধানা জংশন পৌঁছাবে বৃহস্পতিবার আড়াইটা নাগাদ। যাত্রাপথে পড়বে নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি জং, কাটিহার জং, জবলপুর, খান্ডওয়া জং ইত্যাদি। এছাড়াও আরও একটি ট্রেন দেওয়া হয়েছে আলিপুরদুয়ার-পুরী রুটে। ১৪ ডিসেম্বর এই ট্রেনটি ছাড়বে সাড়ে ৯ টা নাগাদ। এরপর ট্রেনটি পুরী পৌঁছাবে পরদিন অর্থাৎ শুক্রবার ১১ টা ১০ মিনিট নাগাদ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর