বছরের শেষে ফুল ফর্মে আদানি! এই কোম্পানি কেনার জন্য বাজি রাখলেন ৪,১০০ কোটি

বাংলা হান্ট ডেস্ক: বছর শেষে এবার নয়া চমক দিলেন ভারতের (India) অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আদানি আরেকটি কোম্পানি কেনার প্রস্তুতি নিচ্ছেন। যেটির নাম হল ল্যাঙ্কো অমরকন্টক পাওয়ার লিমিটেড (Lanco Amarkantak Power Limited)। মূলত, আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ার (Adani Power) এখন ল্যাঙ্কো অমরকন্টক পাওয়ারের ঋণদাতাদের ৪,১০০ কোটি টাকার একটি রিভাইজড অফার দিয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, থার্মাল পাওয়ার কোম্পানি ল্যাঙ্কো অমরকন্টক পাওয়ার বর্তমানে ইনসলভেন্সির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে, এই বিষয়টি ইকোনমিক টাইমসের একটি রিপোর্টে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত কররার মাধ্যমে জানানো হয়েছে।

Gautam Adani is going to buy this company

এর আগে দেওয়া হয়েছিল ৩,৬৫০ কোটি টাকার অফার: এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিরা জানিয়েছেন যে এটি ছয় সপ্তাহের মধ্যে আদানি পাওয়ারের দ্বিতীয় রিভাইজড অফার। যেটি থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, আদানি পাওয়ার সঙ্কটের মধ্যে থাকা কোম্পানি ল্যাঙ্কো অমরকন্টক পাওয়ার কেনার জন্য দারুণ আগ্রহ দেখাচ্ছে। আদানি পাওয়ার এর আগে ল্যাঙ্কো অমরকন্টক পাওয়ারের জন্য ৩,৬৫০ কোটি টাকার অফার করেছিল। প্রায় ১০ থেকে ১১ মাস আগে, ৯৫ শতাংশ ঋণদাতা পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন (PFC)-এর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের পরিকল্পনার পক্ষে ভোট দিয়েছিল বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: স্নাতক হলেই এবার দুর্দান্ত বেতনের চাকরির সুযোগ! এইভাবে করুন আবেদন

বিষয়টা খুব একটা সহজও নয়: এদিকে, এই বিষয়টি সম্পর্কে অবহিত একজন ব্যক্তি জানিয়েছেন, “আদানি পাওয়ারের এখনও সুযোগ রয়েছে। কারণ ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT) PFC-নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের ৩,০২০ কোটি টাকার রেজোলিউশন প্ল্যান অনুমোদন করেনি।” তিনি বলেন, “কিন্তু, এটি আদানি পাওয়ারের জন্য চ্যালেঞ্জিংও হতে পারে। কারণ দুই ডেটহোল্ডার্স (ঋণগ্রহীতা) উইনিং বিডার কনসোর্টিয়ামের অংশ। PFC এবং REC উভয়েই কনসোর্টিয়ামের অংশ। ল্যাঙ্কো অমরকন্টকের ঋণে তাদের সম্মিলিত অংশীদারিত্ব ৪১ শতাংশ এবং আদানির জন্য তাদের সম্মতির প্রয়োজন রয়েছে।”

আরও পড়ুন: বড় খবর! এবার বাতিল হবে এই সার্টিফিকেট, জানাল পশ্চিমবঙ্গ সরকার, সতর্ক না হলেই পড়বেন দুর্ভোগে

আদানি পাওয়ারের শেয়ার ৬ মাসে ৯০ শতাংশেরও বেশি বেড়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, আদানি পাওয়ারের শেয়ার গত ৬ মাসে ৯০ শতাংশেরও বেশি বেড়েছে। কোম্পানির শেয়ার ২০২৩-এর ১২ জুনে ২৭১.৬০ টাকায় ছিল। যা গত ১১ ডিসেম্বর, ২০২৩-এ ৫১৯.৪৫ টাকায় পৌঁছেছে। শুধুমাত্র গত এক মাসে আদানি পাওয়ারের শেয়ার প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ারের ৫২ সপ্তাহের হাই লেভেল হল ৫৮৯.৩০ টাকা। অপরদিকে, ৫২ সপ্তাহের লো লেভেল হল ১৩২.৫৫ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর