স্নাতক হলেই এবার দুর্দান্ত বেতনের চাকরির সুযোগ! এইভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় সুখবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (Council of Scientific & Industrial Research, CSIR)-এর অধীনে হচ্ছে কর্মী নিয়োগ (Recruitment)। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

শূন্যপদের বিবরণ: জানা গিয়েছে যে, CSIR-এর অধীনে ইন্সটিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি-তে টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে বায়োলজিতে বিএসসি বা সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ১ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা: এক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

আরও পড়ুন: বড় খবর! এবার বাতিল হবে এই সার্টিফিকেট, জানাল পশ্চিমবঙ্গ সরকার, সতর্ক না হলেই পড়বেন দুর্ভোগে

বেতন: নিয়োগ করা কর্মীদের বেতন হবে ৩৫, ৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন: সাইড প্লিজ! শীতের কাঁপুনির মাঝেই এবার উপস্থিত শিলাবৃষ্টি, কবে থেকে শুরু বর্ষণ? জানাল হাওয়া অফিস

আবেদন পদ্ধতি: এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীরা সরাসরি igib.res.in-এই ওয়েবসাইটে ক্লিক করে শূন্যপদে আবেদন জানাতে পারেন।

A great paying job is available only after graduation

নিয়োগ প্রক্রিয়া: জানা গিয়েছে যে, এক্ষেত্রে ট্রেড টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। পাশাপাশি সম্পন্ন হবে লিখিত পরীক্ষাও। যদিও, সেই তারিখ এখনও সামনে আসেনি।

গুরুত্বপূর্ণ তারিখ: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যেটি চলবে আগামী ২৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর