বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। জানা গিয়েছে, এবার আপনি যখন ট্রেনে সফরের জন্য অনলাইন বা অফলাইনে রিজার্ভেশন করতে যাবেন তখন এসি ইকোনমি ক্লাসের অপশন আর পাবেন না। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই ক্লাসের কোচ স্যারেন্ডারের সিদ্ধান্তও নিয়েছে রেল মন্ত্রক। এমতাবস্থায়, ওই কোচগুলি সাধারণ থার্ড এসি কোচে পরিণত হবে। বর্তমান প্রতিবেদনে রেল মন্ত্রকের এহেন কারণের প্রসঙ্গটি বিস্তারিত ভাবে উপস্থাপিত করা হল।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রেল মন্ত্রক গত বছর স্লিপার এবং এসি থার্ড ক্লাসের মধ্যবর্তী কোচ হিসেবে এই ইকোনমি ক্লাসের শুরু করেছিল। যার ভাড়া ছিল স্লিপারের চেয়ে বেশি কিন্তু থার্ড এসির থেকে কম। মূলত, এই কোচের উদ্দেশ্য ছিল স্লিপারে ভ্রমণকারী যাত্রীদের এসি-তে ভ্রমণ করানো। এজন্য কোচে বার্থের সংখ্যাও বাড়ানো হয়। সাধারণ থার্ড এসি ক্লাস কোচে ৭২ টি বার্থ থাকে। সেখানে এই কোচে ৮৩ টি বার্থ ছিল।
এসি ইকোনমি কোচগুলি এইভাবে আলাদা ছিল: বার্থের সংখ্যাবৃদ্ধির পাশাপাশি ওই কোচে পড়ার জন্য পৃথক লাইট, এসি ভেন্ট, ইউএসবি পয়েন্ট, প্রতিটি বার্থে মোবাইল চার্জিং পয়েন্ট, উপরের বার্থে ওঠার জন্য আরও ভালো সিঁড়ি এবং কোচগুলিতে বিশেষ স্ন্যাক টেবিলও তৈরি করা ছিল।
কম্বল না মেলায় পড়তে হয় সমস্যায়: এদিকে, রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে, বার্থের সংখ্যা বাড়ানোর জন্য, আসনগুলির মধ্যে সামান্য ফাঁক রেখে কম্বল স্টোরেজ সরিয়ে ফেলা হয়েছিল। এই কারণে, কম্বলের সুবিধা এসি ইকোনমিতে দেওয়া হয়নি। আধিকারিকদের মতে, এই ক্লাসে যাতায়াতকারী যাত্রীরা ক্রমাগত কম্বল দাবি করে আসছিলেন। যাত্রীদের যুক্তি ছিল, সাধারণত এসি ক্লাসের যাত্রীরা কম্বল নিয়ে যাতায়াত করেন না। এমতাবস্থায়, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে অতীতে রেলওয়ে এই ক্যাটাগরিতেও যাত্রীদের কম্বল দেওয়া শুরু করে।
তাই নেওয়া হয়েছে সিদ্ধান্ত: রেল মন্ত্রকের মতে, গড়ে একটি কম্বলের জন্য প্রতি ট্রিপে ৬০ থেকে ৭০ টাকা খরচ হয়। এই খরচের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের পরে সেগুলি ধোয়া থেকে শুরু করে অপসারণ পর্যন্ত সবকিছুই অন্তর্ভুক্ত থাকে। যার ফলে, এইসব কোচে যাতায়াতকারী যাত্রীদের কম্বলের ব্যবস্থা করে বাড়তি চাপের মুখে পড়েছে রেল। আর এই কারণেই, রেল এসি ইকোনমি ক্লাস কোচের স্যারেন্ডার করার সিদ্ধান্ত নিয়েছে।