যত ভিড়ই থাকুক না কেন, লাইনে না দাঁড়িয়েই পেয়ে যাবেন ট্রেনের টিকিট! বড় উদ্যোগ রেলের

বাংলাহান্ট ডেস্ক : লোকাল ট্রেনের টিকিট (Train Tickets) কাটার জন্য লাইন দেওয়া নিত্যদিনের ঘটনা। এর ফলে একদিকে যেমন যাত্রীদের সময় নষ্ট হয়, অন্যদিকে, যাত্রীরা নির্দিষ্ট ট্রেন মিস করে ফেলেন। আবার লাইন দেওয়ার ভয় বহু যাত্রী বিনা টিকিটেই ট্রেন সফর করেন। যাত্রীদের এই চেনা যন্ত্রণা ঘুচিয়ে দেওয়ার জন্য রেল বেশ কিছু উদ্যোগ নিতে চলেছে।

বেশ কয়েক বছর হল মোবাইলে ইউটিএস অ্যাপের (UTS Application) সাহায্যে যাত্রীরা লোকাল ট্রেনের টিকিট কাটতে পারেন। এবার অ্যাপে সেই টিকিট কাটার সীমা বা লিমিট বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্টেশনে আরো বেশি পরিমাণ টিকিট ভেন্ডিং মেশিন (Automatic Ticket Vending Machine) বসানোর উদ্যোগ নিয়েছে রেল। একইসাথে রেল উদ্যোগ নিয়েছে বিভিন্ন স্টেশনে মোবাইল টিকিট কাউন্টার চালু করার।

   

রেলের (Indian Railways) পরিকল্পনা আগামী বছরের মধ্যে দেশের জনাকীর্ণ স্টেশনগুলিতে এই উদ্যোগ শুরু করা। এর ফলে যাত্রীরা পাঁচ মিনিটেরও কম সময় ট্রেনের টিকিট পেয়ে যাবেন। এই পদ্ধতি চালু হলে একদিকে যেমন যাত্রী হয়রানি কমবে, অন্যদিকে, বিনা টিকিটের যাত্রীর সংখ্যাও হ্রাস পাবে। রেল ইতিমধ্যে ২০২৩-২৪ অর্থবছরের জন্য তথ্য প্রকাশ করেছে।

ATVM

সেই প্রকাশিত তথ্যের সাহায্যেই মোবাইল টিকিট মেশিন বসানোর পরিকল্পনার কথা জানা গিয়েছে। এর জন্য রেল ২৭.৭৪ কোটি টাকা ব্যয় করবে। এই মেশিনগুলো সরবরাহ করা হবে রেল কর্মচারী বা এজেন্টদের। এই মেশিন বহনকারীরা উপস্থিত থাকবেন স্টেশনের মুখে। এরপর কিউআর কোড স্ক্যানার বা ইউপিআই এর মাধ্যমে যাত্রীরা সহজে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর