ট্রেন চালক থেকে শুরু করে টিটিই, বন্দে ভারতের সব দায়িত্বে শুধুই নারীরা! ঐতিহাসিক পদক্ষেপ রেলের

বাংলাহান্ট ডেস্ক : আজ আন্তর্জাতিক নারী দিবস। ভারতের নানা প্রান্তে সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানানো হচ্ছে নারী শক্তিকে। এবার নারী দিবসের দিন ভারতীয় রেল (Indian Railways) নিল এক ঐতিহাসিক পদক্ষেপ। এই প্রথম সম্পূর্ণ মহিলা কর্মচারীদের দ্বারা পরিচালিত করা হল গোটা একটা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

ভারতীয় রেলের (Indian Railways) ইতিহাসে মহিলা পরিচালিত বন্দে ভারত এক্সপ্রেস

বিশেষ এই ট্রেনের চালক, সহকারি চালক, টিকিট পরীক্ষক থেকে ক্যাটারিং স্টাফ, সকলেই ছিলেন রেলের মহিলা কর্মচারী। নারী দিবস উপলক্ষে বিশেষ এই ট্রেনটি চালানো হয় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) থেকে শিরদি পর্যন্ত। ভারতীয় রেলের (India) এই ঐতিহাসিক পদক্ষেপ সম্পর্কে সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্ননীল নীলা মুখ খুলেছেন।

আরও পড়ুন : বিয়ের পর স্ত্রীর পড়াশোনা বন্ধ করা নিষ্ঠুরতার পরিচয় দেয়! বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের

তিনি বলেন, ‘ভারতীয় রেল মহিলাদের জন্য সুযোগ তৈরির কাজে সবসময় মনোযোগী। মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে আমরা গর্বিত, যে আজ নারী দিবসে আমরা মহিলা চালিত বন্দে ভারত এক্সপ্রেস চালালাম।’ সেন্ট্রাল রেলওয়ের তরফে আজ এক্স হ্যান্ডেলে লেখা হয়,  ‘ঐতিহাসিক মুহূর্ত! প্রথমবার মহিলা পরিচালিত বন্দে ভারত এক্সপ্রেস সিএসএমটি স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। ভারতীয় রেলে মহিলাদের শক্তি, নেতৃত্ব এবং ডেডিকেশনের সেলিব্রেশন করতে পেরে আমরা গর্বিত।’

Indian Railways excellent activity for vande Bharat Express

শুধু যাত্রীবাহী ট্রেন নয়, ভবিষ্যতে মহিলা পরিচালিত পণ্যবাহী ট্রেনও চালানো হবে বলে জানিয়েছে সেন্ট্রাল রেলওয়ে। আগামী দিনে নারী শক্তি বিকাশের ক্ষেত্রে রেলের এই উদ্যোগ যে সুদূরপ্রসারী হতে চলেছে সেই কথা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন অনেকেই।

অন্যদিকে, বিশেষ এই দিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘নারী দিবসে সমস্ত নারী শক্তিকে শুভেছা এবং অভিনন্দন জানাই। আমাদের সরকার সবসময় নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছে, যা আমাদের পরিকল্পনা ও কর্মসূচিতেও প্রতিফলিত হয়েছে।’

পাশাপাশি আজ নারী দিবসের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে নবসারির ভানসি বরসি গ্রামে (Vansi Borsi village in Navsari) পৌঁছেছেন মোদি। প্রধানমন্ত্রীর গোটা অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন শুধুমাত্র মহিলা পুলিশ কর্মীরা। নারী দিবসের বিশেষ এই অনুষ্ঠানের গুরুভার সামলেছেন ২,১৪৫ জন মহিলা কনস্টেবল, ১৮৭ জন মহিলা সাব-ইন্সপেক্টর, ৬১ জন মহিলা ইন্সপেক্টর, ১৬ জন মহিলা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসপি), পাঁচজন মহিলা এসপি, একজন মহিলা ইন্সপেক্টর জেনারেল (আইজি) এবং একজন এডিজিপি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর