বাংলাহান্ট ডেস্ক : হোলি উৎসব উপলক্ষে ভারতীয় রেলের (Indian Railways) বড় উদ্যোগ। উৎসবের মরশুমে যাত্রীদের কথা চিন্তা করে একাধিক রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রঙের উৎসবের আনন্দ আরও খানিকটা বাড়িয়ে দিতে রেল কর্তৃপক্ষ গোটা দেশ জুড়ে চালাবে প্রায় ৭০০ টি অতিরিক্ত ট্রেন (Train)।
হোলি উপলক্ষে ভারতীয় রেলের (Indian Railways) আপডেট
সূত্রের খবর, অতিরিক্ত এই ট্রেনগুলি চালানো হবে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির মধ্যে। পাশাপাশি হোলি উপলক্ষে বাড়ানো হয়েছে স্লিপার এবং থার্ড এসি কোচের সংখ্যাও। রেলওয়ে বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আশা করা যায় আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রয়াগরাজ রুটের ভিড় অনেকটাই কমে যাবে।
আরোও পড়ুন : চারিদিক শুনশান! চিনের অর্থে তৈরি হওয়া পাকিস্তানের ঝাঁ চকচকে “স্বপ্নের প্রকল্পের” একী শোচনীয় অবস্থা….
তবে বেশ কিছু জোনাল রেলওয়ে ২৩ ফেব্রুয়ারি থেকেই চালাচ্ছে ৩ ডজন বিশেষ ট্রেন। বিশেষ এই ট্রেনগুলি চলাচল করছে দিল্লি থেকে পাটনা, দারভাঙ্গা, বারাণসী, গোরক্ষপুর, ভুবনেশ্বর, কানপুর, কলকাতা, চেন্নাই, মুম্বাই, লখনউ, দেরাদুন, গুয়াহাটি, ভোপাল এবং ঝাঁসির মধ্যে। রেলওয়ের মুখপাত্র জানান, বিশেষ ট্রেনগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সাপ্তাহিক এবং রাতের ট্রেন।
আরোও পড়ুন : লম্বা ছুটি! টানা ৪০ দিন বন্ধ থাকবে স্কুল, কীসের জন্য? ফের কবে খুলবে?
যাত্রী সুবিধার্থে বিশেষ বিশেষ রুটগুলির উপর দিয়ে চলাচল করবে এই স্পেশাল ট্রেনগুলি। সপ্তাহে দুবার একটি বিশেষ ট্রেন চলাচল করবে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) এবং নাগপুরের মধ্যে। এছাড়াও, গোয়া ভ্রমণকারী যাত্রীদের জন্য সিএসএমটি এবং মাদগাঁওয়ের মধ্যে একটি বিশেষ সাপ্তাহিক ট্রেন চলাচল করবে ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত।
গত বছরও দোল যাত্রা উপলক্ষে ভারতীয় রেল (Indian Railways) ব্যবস্থা করেছিল ৬২১ টি বিশেষ ট্রেনের। তবে এই বছর অতিরিক্ত ভিড় থাকার অনুমান করে প্রায় ৭০০ টি বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। আগেই ভারতীয় রেল যাত্রীদের চাহিদা মেটাতে ২৮ টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করে। জানা গিয়েছিল, বিশেষ এই ট্রেনগুলি চলাচল করবে মুম্বাই, নাগপুর, মাদগাঁও, নান্দেদ এবং পুনের মধ্যে।