অদ্ভুত সব নাম স্টেশনগুলোর! রয়েছে ভারতেই! বলতে গেলে হেসে কুটোপাটি খাবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) ইতিহাস সুপ্রাচীন। দেশের পরিবহণের লাইফলাইন ভারতীয় রেল (Indian Railways)। দেশের প্রতিটা এলাকাকেই সংযুক্ত করেছে ভারতীয় রেল (Indian Railways)। দেশজুড়ে মোট 7349 স্টেশন রেল স্টেশন রয়েছে। এত বছরের ইতিহাসে এখনো দেশের (India) বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু স্টেশন (Railway Station) রয়েছে যেগুলোর নাম শুনলে আপনিও হেসে গড়িয়ে পড়বেন। চলুন তাহলে লিস্টটা একবার দেখা যাক।

ভারতীয় রেল (Indian Railways) অজানা তথ্য

১) ভারতের এক রেল স্টেশনের নাম রয়েছে দিওয়ানা। আসলে দিওয়ানা কথার অর্থ হল পাগল প্রেমিক। তবে এই অর্থের সঙ্গে অবশ্য স্টেশনের কোন সম্পর্ক নেই। হরিয়ানারা পানিপথ জেলায় অবস্থিত এই স্টেশনের কোড হচ্ছে ডিডাব্লুএনএ। তবে লোকের মুখে মুখে এই দিওয়ানা নাম ছড়িয়ে গেছে।

আরোও পড়ুন : গোপনে বিবাহিতা মানালির সিঁথিতে সিঁদুর রোহনের! প্রেমিকের কাণ্ডে কী বললেন অঙ্গনা!

২) মধ্যপ্রদেশের নাগপুরে রয়েছে এমন একটি রেল স্টেশন  যার নাম নাকি সহেলি। সহেলি শব্দের মানে হল বন্ধু। এই রেল স্টেশনের কোড হচ্ছে এসএএইচএল। জানা গিয়েছে, ১৮৮৪ সালে এই রেল স্টেশনটি শুরু হয়েছিল।

৩) রাজস্থানে একটি জায়গা রয়েছে তার নাম নাকি সালি। সালি মানে হচ্ছে বৌয়ের বোন। তবে এই রেল স্টেশনের সঙ্গে এমন অদ্ভুত নামের অবশ্য কোন সম্পর্ক নেই। এই রেল স্টেশনে রয়েছে দুটি প্ল্যাটফর্ম।

Indian Railways funny railway station

৪) ভারতের বুকেই রয়েছে কালা বাখরা নামের একটি রেল স্টেশন। এখানে কোনও কালো রঙের ছাগল নেই। এই রেল স্টেশনটি রয়েছে পাঞ্জাবে রয়েছে।

৫) আপনি জানলে অবাক হবেন এদেশের মধ্যেই রয়েছে সিঙ্গাপুর রোড রেল স্টেশন। এখান থেকে অবশ্য সিঙ্গাপুরে যাওয়া যায় না। তবে আপনি চাইলে কোরাপুট যেতে পারেন। এখানেও খুব একটা বেশি রেল চলাচল করে না।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X