যাত্রীদের জন্য দুর্দান্ত সুখবর! এবার বাড়তে চলেছে বন্দে ভারতের কোচের সংখ্যা, বিরাট পদক্ষেপ রেলের

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্য। এমতাবস্থায়, যাত্রীদের সামগ্রিকভাবে সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হয় রেলের তরফে। এদিকে ইতিমধ্যেই দেশজুড়ে বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হয়েছে। এই অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন অল্প সময়ের মধ্যেই যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এবার এই ট্রেনের প্রসঙ্গেই সামনে এল বড় আপডেট।

বিরাট পদক্ষেপ রেলের (Indian Railways):

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এবার একটি নির্দিষ্ট রুটের বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার যার প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা। মূলত, মহাকুম্ভের কারণে ভারতীয় রেল (Indian Railways) দেরাদুন-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কোচের সংখ্যা বাড়াবে। এই সময়টাতে ভক্তদের বিপুল ভিড় পরিলক্ষিত হয়। আর সেই ভিড় সামাল দেওয়ার জন্যই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Indian Railways gave a big gift to the passengers.

এক্ষেত্রে লখনউ-দেরাদুন রুটে চলা বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা বাড়বে। এই ট্রেনের সংখ্যা হল ২২৫৪৫ এবং ২২৫৪৬। জানা গিয়েছে যে, এই বন্দে ভারতে দু’টি নতুন কোচ যুক্ত করা হবে। এজন্য রেল (Indian Railways) প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন: অনেকের সারাজীবনের উপার্জন এত নয়! মুকেশ কন্যা ইশার মাসিক বেতন কত টাকা? সামনে এল বড় তথ্য

কবে নতুন কোচ যুক্ত হবে: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেল (Indian Railways) বলেছে, দু’টি কোচই ডিসেম্বরের শেষের দিকে রেলের কাছে আসবে। এদিকে, নতুন কোচ যুক্ত হওয়ার সাথে সাথে মহাকুম্ভের সময় বন্দে ভারতে আসনও বাড়বে। রেল জানিয়েছে যে, তারা ওই সময়ের মধ্যে ভ্রমণকারীদের আরামদায়ক ভ্রমণের সুবিধা দিতে চায়। এর ফলে যাত্রীরা কনফার্ম টিকিট পাবেন এবং বেশি সংখ্যক যাত্রী মহাকুম্ভে অংশগ্রহণ করতে পারবেন। এই কোচগুলি ট্রেনের চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্যাটাগরিতে যুক্ত করা হবে।

আরও পড়ুন: রয়েছে একাধিক কারণ! রাহানে অধিনায়ক হলে চূড়ান্ত ব্যর্থ হবে KKR, জানলে আপনিও হবেন “থ”

ট্রেনের রুট: এই রুটের বন্দে ভারত লখনউ জংশন থেকে সকাল ৫ টা বেজে ১৫ মিনিটে ছাড়ে। তারপরে ট্রেনটি সকাল ৮ টা বেজে ৩৫ মিনিটে বেরেলি, ৯ টা বেজে ৫৭ মিনিটে মোরাদাবাদ, দুপুর ১২ টা বেজে ১৫ মিনিটে হরিদ্বার এবং দুপুর ১ টা বেজে ৩৫ মিনিটে দেরাদুনে পৌঁছয়। এদিকে, দেরাদুন থেকে লখনউগামী বন্দে ভারত এক্সপ্রেস দুপুর ২ টো বেজে ২৫ মিনিটে ছাড়ে এবং রাত ১০ টা বেজে ৪০ মিনিটে লখনউ জংশনে পৌঁছে যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী বছরের মহাকুম্ভ ১৩ জানুয়ারি ২০২৫ অর্থাৎ সোমবার থেকে শুরু হবে এবং ২৬ জানুয়ারি, ২০২৫ অর্থাৎ রবিবার পর্যন্ত চলবে। এদিকে, সামগ্রিকভাবে রেলের (Indian Railways) এই উদ্যোগ যাত্রীদের প্রত্যক্ষভাবে সুবিধা প্রদান করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর