এবার চলবে ৮ কোচের বন্দে ভারত, রেক পেল এই রাজ্য! কোন রুটে চালানোর প্ল্যান রেলের?

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railway) আজ এশিয়ার দ্বিতীয বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং গোটা পৃথিবীর মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে ভারতীয় রেল। ভারতে রেলওয়ে ট্র্যাকগুলি প্রায় ৯২,০৮১ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য ভারতে রয়েছে ৮,৫০০ রেলওয়ে স্টেশন। আর এই স্টেশন গুলি থেকে প্রতিদিন প্রায় ২২ মিলিয়ন মানুষ যাতায়াত করেন। তবে ভারতীয় রেলের সাম্প্রতিক সময় আনা সবথেকে বড় পরিবর্তনটি হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)।

বর্তমান সময়ে সারা দেশে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের একটি ট্রান্সপোর্ট লিংক তৈরি করার চেষ্টা করছে ভারতীয় রেল। এই ট্রেনটি ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত একটি স্বল্প দূরত্বের ট্রেন পরিষেবা। মাত্র একদিনের মধ্যেই এই ট্রেনে চড়ে শহরের যে কোন প্রান্তে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আপনি। ইতিমধ্যেই আমাদের রাজ্যে গড়িয়েছে এই ট্রেনের চাকা। আর এবার আরও একটি নতুন বন্দেভারত ট্রেন পেতে চলেছে দেশবাসী।

Vande Bharat

সূত্রের খবর, বৃহস্পতিবার নতুন ৮ কোচের বন্দে ভারত ট্রেন চেন্নাই এর ইন্ট্রিগেটেড কোচ ফ্যাক্টরি থেকে ব্যাঙ্গালুরু ক্রান্তি ভিরা সাঙ্গোলি রায়না স্টেশনে পৌঁছেছে। যদিও এই ট্রেনটি কোন পথে চলাচল করবে সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। সকলেই অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণার।

চলতি মাসের ২৬ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন নতুন বন্দেভারত এক্সপ্রেসের। রেল দফতর সূত্রে খবর, এই ট্রেনটি ব্যাঙ্গালুরু এবং হুবলি ধারওয়াদের মধ্যে চালানো হবে। শুক্রবার ব্যাঙ্গালোর কেন্দ্রীয় সাংসদ পিসি মোহন টুইট করে জানান বন্দে ভারত ট্রেন সম্পর্কে। এদিন টুইটারে তিনি লেখেন, ‘খুব শীঘ্রই দেশে গড়াতে চলেছে আরও এক বন্দে ভারত ট্রেনের চাকা। এই ট্রেনটি ব্যাঙ্গালোর এবং হুবলি ধারওয়ারকে সংযুক্ত করবে।

সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি দিন চলবে এই ট্রেন। ট্রেনের যাত্রা শুরু হবে যশবন্তপুর রেলওয়ে স্টেশন থেকে। প্রায় ৭ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবে ব্যাঙ্গালুরু এবং হুবলি ধারওয়ারে। যদিও এই পথ অতিক্রম করতে অন্য ট্রেনের সময় লাগে ৯ থেকে ১০ ঘন্টা।

ব্যাঙ্গালুরু এবং হুবলি ধারওয়ারের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসটি কর্নাটকের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। এর আগে চেন্নাই ব্যাঙ্গালুরু মাইসুরু রুটে রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছিল যা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এটি ছিল দক্ষিণ ভারতের প্রথম বন্দেভারত এক্সপ্রেস।


additiya

সম্পর্কিত খবর