নিজের প্রাণের তোয়াক্কা না করে বাঁচিয়েছিল বহু যাত্রীকে, সেই সাহসী খুদেকে মাত্র ১৫০০ টাকা পুরস্কার রেলের

বাংলাহান্ট ডেস্ক : রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পেয়েছিল তাতে রয়েছে গভীর একটি গর্ত। এরপর কাল বিলম্ব না করে নিজের পরনের গেঞ্জি খুলে সেটি দেখিয়ে দাঁড় করায় একটি ট্রেনকে। ছোট্ট এই খুদের তৎপরতায় সেদিন বেঁচে গিয়েছিল কয়েকশো ট্রেন যাত্রীর জীবন।

এই ছোট্ট খুদের উপস্থিত বুদ্ধির জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এরপরই মালদহের (Maldah) ষষ্ঠ শ্রেণীর সাহসী বালক মহম্মদ মুরসেলিম রাতারাতি হয়ে ওঠে রিয়েল লাইফ হিরো। এই সাহসিকতার পুরস্কার স্বরূপ উত্তর-পূর্ব রেল কর্তৃপক্ষ মুরসেলিমকে দিল ১৫০০ টাকা ও একটি শংসাপত্র।

আরোও পড়ুন : বিরাট ছাড়ের ঘোষণা LIC-র! বন্ধ পলিসি চালু করলেই মিলবে মোটা অঙ্কের বেনিফিট

সাহসিকতার পুরস্কার হিসেবে এই পনেরশো টাকা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। রেলের এই কাজ রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে। অনেকেই বলছেন, রেল ইঁদুর মারার জন্যই খরচ করছে৭০ লক্ষ টাকা। হিসাব করলে দেখা যাচ্ছে একটি ইঁদুর মারার জন্য বছরে প্রায় ৪১ হাজার টাকা খরচ করছে রেল।

আরোও পড়ুন : মাত্র ১২৩ টাকার রিচার্জ, সারা মাস ফ্রি পাওয়া যাবে পরিষেবা! গ্রাহক টানতে নতুন খেলা Jio’র

অথচ হাজার হাজার যাত্রীকে যে বালকটি প্রাণে বাঁচালো তাকে মাত্র ১৫০০ টাকা পুরস্কার দিয়ে দায়ভার ঝেড়ে ফেলল রেল? মুরসেলিমের বাবা পরিযায়ী শ্রমিক। মা বিড়ি বাঁধার কাজ করেন। অত্যন্ত দরিদ্র পরিবার একটি। মাথার ওপর নেই পাকা ছাদ। তা সত্ত্বেও ছোট্ট মুরসেলিম নিজের জীবনের পরোয়া না করে রেললাইনের উপর দাঁড়িয়ে থামিয়ে দিয়েছিলেন আস্ত একটা ট্রেন।

img 20230928 125437

মুরসালিমের আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা বলছেন, রেল যে এভাবে ১৫০০ টাকা দিয়ে নিচু মানসিকতার পরিচয় দেবে আমরা ভাবতে পারিনি। অনেকে ভাবছিল রেল সাহায্য করলে হয়তো কিছুটা হলেও সংসারের হাল ফিরতে পারে মুরসেলিমদের। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিল রেল (Indian Railways)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর