বন্যার জেরে ট্রেন বাতিল, গাড়ি ভাড়া করে ছাত্রকে গন্তব্যে পৌঁছে দিল ভারতীয় রেল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) বিরুদ্ধে যাত্রীদের অভিযোগের শেষ নেই। কখনো অপরিচ্ছন্ন রেল কামরা, আবার কখনো সময়মতো টাইম টেবিল মেনে ট্রেন না চলা। প্রতিদিন গুচ্ছ গুচ্ছ অভিযোগ এসে জমা হতে থাকে রেল দপ্তরে। কিন্তু এরই মধ্যে এক অনন্য নজির সৃষ্টি করল ভারতীয় রেল।

ট্রেন বাতিল হয়ে যাওয়ায় নিজেরা গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছে দিল এক ছাত্রকে। আইআইটি মাদ্রাজের একটি ছাত্র গুজরাটের একতানগর থেকে বাদোডরা যাওয়ার ট্রেনের টিকিট কাটেন। কিন্তু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় দু’ঘণ্টা সড়ক পথে নিজেরা গাড়ি ভাড়া করে ছাত্রকে গন্তব্যে পৌঁছে দিল রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ক্রমাগত ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে গুজরাটে। রেল লাইনে জল জমে যাওয়ার কারণে বন্ধ হয়ে যায় বহু ট্রেন। রেললাইনে জল জমে ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা নতুন না হলেও এভাবে কাউকে গন্তব্যে পৌঁছে দেওয়া ভারতীয় রেলের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত।

ভারতীয় রেলের এইরকম নিদর্শনের কথা জানিয়ে ওই ছাত্র একটি ভিডিও তৈরি করেন। তিনি লিখেছেন, “আইআইটি মাদ্রাজের এয়ারস্পেস এর ছাত্র আমি। আজ ভারতীয় রেল আমাকে যেভাবে একতানগর থেকে বাদোডরা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাতে আমি আপ্লুত।”একটি ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে তিনি জানিয়েছেন, “এই ব্যাপারে আমাকে আমার মালপত্র বহন করতে হয়নি। একতানগর ও বাদোডরা স্টেশনের কর্মীরাই সব কাজ করেছেন। এমনকি যে গাড়িটি আমার জন্য ভাড়া করা হয় সেই গাড়ির চালক আমাকে রীতিমতো চ্যালেঞ্জ করে বাদোড্রা স্টেশন থেকে ট্রেন ধরিয়ে দেন।”

ছাত্রটির ভিডিয়ো টুইটারে শেয়ার করে বডোদরার ডিআরএম লিখেছেন, “২০৯২০ নম্বর ট্রেনের একমাত্র যাত্রী ছিলেন এই ছাত্র। রেল কর্তৃপক্ষ তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।” ভিডিও প্রকাশ করে ছাত্রটি জানিয়েছেন রেল যে যাত্রীদের প্রতি কতটা খেয়াল রাখে তা এই ঘটনাতেই স্পষ্ট।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X