বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলকে দেশের পরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেন রেলকে। পরিষেবা ক্ষেত্রে রেল ক্রমাগত নিজেদের উন্নত করে চলেছে। তার সাথে রয়েছে যাত্রী সুরক্ষার বিষয়টিও। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মাঝেমধ্যেই নিয়মে বেশ কিছু পরিবর্তন আনে ভারতীয় রেল।
মাঝেমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় সুনিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে থাকে রেল কর্তৃপক্ষ। রেল ট্র্যাকের কাজ করা থেকে শুরু করে নিরাপত্তার জন্য আধুনিক বন্দোবস্ত, ভারতীয় রেল সর্বদা সজাগ। এই প্রেক্ষিতে এবার ৪০টি ডিভিশনের ট্রেনের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)।
আরোও পড়ুন : পা দিয়ে লিখেই অসাধ্যসাধন! পুরুলিয়ার মাধ্যমিক পরীক্ষার্থী খেরোয়ালের কীর্তিতে মুগ্ধ সকলেই
ভারতীয় রেলের পক্ষ থেকে প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ৪০টি ট্রেনে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আইসিএফ কোচগুলিকে এলএইচবি কোচে পরিবর্তিত করতে চলেছে। ইতিমধ্যেই এই কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে বেশ কিছু ক্ষেত্রে।
আরোও পড়ুন : অবিবাহিতদের ২৫০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার! এই ভাবে খুব সহজেই করুন আবেদন
ফায়ার ও স্মোক ডিটেকশন সিস্টেম, ফায়ার ডিটেকশন ও সাপ্রেশন সিস্টেম ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অ্যাসপিরেশন টাইপ স্মোক ডিটেক্টর্স এবং অ্যারোসল ভিত্তিক ফায়ার ডিটেকশন সিস্টেমের মতো অত্যাধুনিক সিস্টেমেরও ব্যবহার শুরু হয়েছে। চল্লিশটি ট্রেনে এই ধরনের পরিবর্তন আনা হয়েছে বর্তমানে।
আধুনিক হাইড্রলিক শক অ্যাবসর্বার এবং উন্নতমানের সাসপেনশন সিস্টেম রয়েছে এলএইচবি কোচে। এই সিস্টেমের ফলে যাত্রা আগের থেকে এখন আরও বেশি আরামদায়ক। এছাড়াও এই কোচে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেগুলি সংঘর্ষ বিরোধী। এছাড়াও অ্যাডভান্সড নিউমেটিক ডিস্ক ব্রেক সিস্টেম রয়েছে, যাতে হাই স্পিডে থাকা ট্রেনে দ্রুত ব্রেক কষা যায়।