বাংলাহান্ট ডেস্ক : ফের একবার চাকরি প্রার্থীদের জন্য সুখবর আনল রেল (Indian Railways)। শিয়ালদা ডিভিশনের (Sealdah Division) একটি স্টেশনে নিয়োগ হতে চলেছে টিকিট সেলার। এই পদে আবেদন জানাবেন কীভাবে? যোগ্যতা কী লাগবে আবেদন জানানোর জন্য? কত টাকা বেতন মিলবে এই পদে? জেনে নিন আবেদনের বিস্তারিত।
কর্মী নিয়োগ করছে রেল (Indian Railways)
পদের নাম : হল্ট কন্ট্রাক্টর ( Halt Contractor)
মোট শূন্যপদের সংখ্যা : শূন্যপদের সংখ্যার ব্যাপারে বিস্তারিত জানার জন্য ডাঊনলোড করুক ভারতীয় রেলের (Indian Railways) অফিসিয়াল নোটিশ।
আরোও পড়ুন : ১,২ নয়; ৫ বছর না খেয়েই দিব্যি বেঁচে থাকে প্রাণীটি! অবাক লাগছে?বিশ্বের একমাত্র এই জীবটিকে চেনেন?
শিক্ষাগত যোগ্যতা : যে কোনও সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে ভারতীয় রেলের (Indian Railways) এই পদে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে জেনে নিন আরো বিস্তারিত।
বয়স : নূন্যতম ১৮ বছর বয়স হলে আবেদন করা যাবে এই পদে।
আরোও পড়ুন : হায় হায়!এই ‘মহান’ ব্যক্তির জন্যেই দু’দশক পিছিয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা! আদালতে কড়া মন্তব্য ED’র
মাসিক বেতন : নির্বাচিত প্রার্থীদের বেতন প্রদান করা হবে নির্দিষ্ট সরকারি বেতন কাঠামো অনুযায়ী। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে জেনে নিন আরো বিস্তারিত।
নিয়োগ পদ্ধতি : মূলত ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে ভারতীয় রেলের (Indian Railways) এই পদে নিয়োগ (Recruitment) করা হবে।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে। এই প্রতিবেদনের সাথেই দেওয়া রয়েছে অফলাইনে আবেদন জানানোর আবেদন পত্র। নির্দিষ্ট লিংক থেকে আবেদন পত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথিসহ সেই আবেদন পত্র অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা দেখতে পাবেন অফিশিয়াল নোটিশে।
আবেদন করার শেষ তারিখ : ২৩ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত ইচ্ছুক প্রার্থীর আবেদন জানাতে পারবেন।