এবার বাংলায় বড় দুর্ঘটনা! আবারও লাইনচ্যুত হল বগি, প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ

বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরে কেবল রেল দুর্ঘটনার (Rail Accident) ঘনঘটা। কর্নাটকের রেল দুর্ঘটনার পর এবার হরিশচন্দ্রপুর রেল (Indian Railways) স্টেশনে লাইনচ্যুত হল মালগাড়ি। সূত্রের খবর, সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ, পাকুড় থেকে কাটিহারি যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। পাথর বোঝাই এই মালগাড়ির একটি বগি উল্টে যায়। ঘটনার পর গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ালেও রেল চলাচলে আর কোনও ব্যাঘাত ঘটেনি বলেই খবর।

দুর্ঘটনার খবর সামনে আসতেই প্রশ্ন উঠেছে রেল মন্ত্রণালয়ের উপর। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা যদিও খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। তবুও একটার পর একটা দুর্ঘটনা কেন ঘটছে? কোথায় খামতি থেকে যাচ্ছে, এই প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছেই। কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, মালগাড়িটি হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে আপ লাইনে ট্র্যাক পরিবর্তন করতে গিয়ে লাইনচ্যুত হয়ে যায়।

   

তবে এটি মালগাড়ি না হয়ে, যাত্রীবাহী ট্রেন হলে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলেই ধারণা স্থানীয় মানুষদের। দুর্ঘটনার খবর সামনে আসা মাত্রই ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিক এবং রেল পুলিশের কর্মীরা। শুরু হয়ে গিয়েছে লাইন ক্লিয়ারের কাজ। রেল সূত্রে খবর, সোমবার সকালে মালগাড়িটি হরিশচন্দ্রপুর রেলস্টেশনে ওজন করানোর জন্য দাঁড়ায়।

আরও পড়ুন : মমতা সাজার জের! ‘ডাকাত রানী’ প্ল্যাকার্ড দেখে গোঁসা পুলিশের, গ্রেফতার BJP কর্মী

indian railways

এরপর ওজন করা হয়ে গেলে বারোটা নাগাদ হরিশচন্দ্রপুর স্টেশনের পশ্চিম রেলগেটের কাছে পৌঁছাতেই লাইনচ্যুত হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, গত অগাস্ট মাসে মুর্শিদাবাদের সাগরদিঘির পোড়াডাঙার লুপ লাইনে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। সেইসময় গোটা এলাকাজুড়ে জল ও কাদা থাকায় কামরাগুলিকে পুনরায় লাইনে তুলতে রীতিমত ঝামেলা পোহাতে হয় রেল কর্তৃপক্ষকে‌। এইসব ঘটনায় ফের একবার রেলের উপর প্রশ্ন উঠতে শুরু করেছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর