মহাকুম্ভের কোটি কোটি তীর্থযাত্রীদের ভারতীয় রেলের উপহার! পরিষেবায় বিরাট চমক

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) মহাকুম্ভ ২০২৫-এর অমৃত মহোৎসবের সময়ে যাত্রীদের সর্বোত্তম পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, রেলের তরফে পুণ্যার্থীদের শ্রদ্ধা এবং আস্থার ভূমি প্রয়াগরাজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশ্বমানের পরিষেবা প্রদানের চেষ্টা করা হচ্ছে। এমতাবস্থায়, মহাকুম্ভের মতো একটি বড় ধর্মীয় অনুষ্ঠানের সময়ে ভারতীয় রেল তার পরিকাঠামো, পরিষেবা এবং সুবিধাগুলিতে বিরাট উন্নতি করেছে।

পরিষেবায় চমক ভারতীয় রেলের (Indian Railways):

আধুনিক সুযোগ-সুবিধায় তীর্থযাত্রা: ভারতীয় রেল (Indian Railways) পবিত্র সঙ্গমের যাত্রাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার জন্য কাজ করেছে। গত দুই বছরে ৫,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে যাত্রী পরিষেবার বিষয়ে উন্নতি করা হয়েছে। এখন রেল স্টেশনগুলিতে স্লিপিং পডস, এক্সিকিউটিভ লাউঞ্জ এবং রিটায়ারিং রুমের মতো অত্যাধুনিক সুবিধা উপলব্ধ করছে।

তীর্থযাত্রীদের জন্য বিশেষ সুবিধা: যাত্রীদের পথ খুঁজে দিতে রেল (Indian Railways) কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। সেক্ষেত্রে স্টেশনের বিভিন্ন বিভাগ বিভিন্ন রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। যাতে যাত্রীরা সহজেই জানতে পারে তাঁদের কোন পথে যেতে হবে। যাত্রীদের বুঝতে সাহায্য করার জন্য টিকিটেও রং ব্যবহার করা হয়েছে। যেটি থেকে বখা যায় তাঁদের ট্রেন কোথায় ছাড়বে বা কোন প্ল্যাটফর্মে যাবে।

Indian Railways has a big surprise in Maha Kumbh service.

আরামদায়ক বিশ্রামের জায়গা: কুম্ভের জন্য প্রতিদিন প্রায় এক কোটি তীর্থযাত্রীর প্রত্যাশিত আগমনের কথা বিবেচনা করে, তাঁদের জন্য বৃহৎ পরিসরে থাকার জায়গা এবং অন্যান্য সুবিধা প্রদান করার বিষয়টি আদৌ সহজ নয়। কিন্তু ভারতীয় রেল এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। ১৭ টি নতুন যাত্রী আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর পাশাপাশি, প্রয়াগরাজ স্টেশনের ১,২৫,০০০-এর বেশি যাত্রী পরিচালনা করার ক্ষমতা রয়েছে। আগে এই ক্ষমতা ছিল মাত্র ২১,০০০ যাত্রীর। ওই স্টেশনে অতিরিক্তভাবে, নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়। বর্তমানে সেখানে ৪৮ টি প্ল্যাটফর্ম রয়েছে।

আরও পড়ুন: “কঠিন ম্যাচ” জিতেছে মোহনবাগান! এবার শিল্ড জয়ের গন্ধ পাচ্ছেন কোচ মোলিনা

আর এই ভাবেই তীর্থযাত্রীদের জন্য একটি উন্নত গন্তব্যস্থল হয়ে উঠেছে প্রয়াগরাজ। টয়লেট, পানীয় জলের সুবিধা, শিশু-পুষ্টি অঞ্চল এবং মেডিক্যাল পরীক্ষার কক্ষের মতো উন্নত সুবিধাগুলিও যাত্রীদের চাহিদা পূরণ করছে। রাজ্য সরকার এক লক্ষেরও বেশি তীর্থযাত্রীদের থাকার জন্য খসরো বাগকে একটি আবাসিক এলাকা হিসাবে গড়ে তুলেছে। রেলের (Indian Railways) দেওয়া জায়গায় ইসকন আয়োজিত একটি বিনামূল্যে ভান্ডারেরও আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন: চিনের ওপর নেই ভরসা! ভারতের মাটিতেই এবার নতুন ইতিহাস গড়বে এই সংস্থা, খেল খতম ড্রাগনের

আরামদায়ক এবং সহজলভ্য সুবিধা: প্রয়াগরাজ জংশন এবং ছিভাকির মতো প্রধান স্টেশনগুলিকে মসৃণ এবং আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। সরকারের সুগম্য ভারত অভিযানের সাথে সামঞ্জস্য রেখে, ভারতীয় রেল (Indian Railways) লিফট এবং এসকেলেটর সহ প্রতিবন্ধীদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

Indian Railways has a big surprise in Maha Kumbh service.

মহাকুম্ভ পরিদর্শন: এই প্রসঙ্গে রেলওয়ে (Indian Railways) বোর্ডের অপারেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের প্রাক্তন সদস্য রবীন্দ্র গয়াল জানিয়েছেন যে, “তীর্থযাত্রীদের ভ্রমণের সুবিধার পাশাপাশি মহাকুম্ভের অভিজ্ঞতাকে অনন্য করে তুলতে রেল একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করছে। ভারতীয় রেল মহাকুম্ভের সময় সুবিধাগুলি আপগ্রেড করে ধর্মীয় অনুষ্ঠানে আতিথেয়তার নতুন মান স্থাপন করছে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর