ট্রেনের ওয়েটিং লিস্টের ঝামেলা থেকে এবার মিলবে মুক্তি! দুর্ধর্ষ প্ল্যান তৈরি ভারতীয় রেলের, সামনে এল তথ্য

   

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ গন্তব্যে যাতায়াতের জন্য বেছে নেন রেলপথকেই (Indian Railways)। দূরের কোনো সফর হোক কিংবা কাছের কোনো গন্তব্য প্রতিটি ক্ষেত্রেই ট্রেনের ওপর ভরসা রাখেন তাঁরা। আর সেই কারণেই ভারতীয় রেলকে দেশের “লাইফলাইন” বলা হয়ে থাকে। এদিকে, বর্তমান সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রীসংখ্যা। তাই, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে।

যদিও, প্রায়শই যাত্রীদের মধ্যে এই অভিযোগ সামনে আসে যে রেলের ওয়েটিং লিস্টের কারণে অনেকেই কনফার্ম টিকিট পান না। যেটি যাত্রীদের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তবে, এবার এই সমস্যারও সমাধান ঘটতে চলেছে। শুধু তাই নয়, এইজন্য নতুন পরিকল্পনা গ্রহণ করছে রেল। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Indian Railways has come up with a bold plan to get rid of the train waiting list problem.

ওয়েটিং লিস্টের সমস্যা সমাধান হবে এই বছরের মধ্যেই: সামনে আসা তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ভারতীয় রেল ২০৩২ সালের মধ্যে ওয়েটিং লিস্ট বাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, রেল মন্ত্রকের লক্ষ্য হল রিজার্ভেশন সিটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে ব্যবধান কমানো। এই প্রকল্পের অধীনে, রেল পরিষেবাগুলির সক্ষমতা এবং দক্ষতা বাড়াতে বেসিক রেল স্ট্রাকচারকে শক্তিশালী করা হচ্ছে।

আরও পড়ুন: সুপার এইটের প্রথম ম্যাচ জিতেও নেই স্বস্তি! এইভাবে ভারতের সমস্যা বাড়াচ্ছে অস্ট্রেলিয়া, রয়েছে বিরাট “প্যাঁচ”

১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব একটি সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছিলেন যে, “আমাদের লক্ষ্য হল এই দশকের শেষ নাগাদ ওয়েটিং লিস্ট সম্পূর্ণভাবে বাদ দেওয়া। এই লক্ষ্য অর্জনে রেল ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করছে।” সেই সময়ে, তিনি আরও জানান যে, আগামী বছরগুলিতে যাত্রীদের চাহিদা মেটাতে নতুন ট্রেন কেনার জন্য ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। পাশাপাশি, ওই বিপুল অর্থ পুরনো রোলিং স্টক প্রতিস্থাপন করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। যার জন্য প্রয়োজন হবে ৭,০০০ থেকে ৮,০০০ নতুন ট্রেন সেট।

আরও পড়ুন: কোথাও নগ্ন মহিলার ওপর খাবার পরিবেশন, কোথাও পোশাক ছাড়াই হয় খেতে, যাবেন নাকি এই “অদ্ভুত” রেস্তোরাঁগুলিতে?

প্রতি বছর ৭০০ কোটি যাত্রী যাতায়াত করেন: রেলমন্ত্রী আরও জানান যে, ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের বর্তমান স্তর মেটাতে ভারতীয় রেলের প্রায় ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ভারতে প্রতি বছর প্রায় ৭০০ কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন। ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১,০০০ কোটিতে হবে বলে অনুমান করা হচ্ছে। এমতাবস্থায়, ভারতীয় রেল ওয়েটিং লিস্টের সমস্যা দূর করতে ৩,০০০ টি নতুন ট্রেনের সফর যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর