Indian Railways: টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ, বড় উদ্যোগ ভারতীয় রেলের

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক কালে যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে অতি আধুনিক কিছু পরিষেবা নিয়ে এসেছে ভারতীয় রেল। বস্তুত, সারা দেশের অধিকাংশ যাত্রী নির্ভর করেন রেলের উপর। অল্প খরচে দ্রুততার সাথে গন্তব্যে পৌঁছানোর জন্য রেল পরিষেবা সিংহভাগ যাত্রীর প্রথম পছন্দ। নিত্যযাত্রীরা রেলের পরিষেবায় যেমন নানাভাবে উপকৃত হন তার পাশাপাশি রেল ব্যবস্থা কে ঘিরে যাত্রীদের মধ্যে নানানরকম অসন্তোষও দানা বাঁধে।

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ট্রেনের টিকিট কাটার জন্য যাত্রীদের টিকিট কাউন্টারের সামনে দীর্ঘক্ষন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এর ফলে যেমন প্রচুর পরিমাণ সময় নষ্ট হয় ঠিক তেমনি অনেক সময় যাত্রীরা সময়মতো তাদের ট্রেন ধরতেও ব্যর্থ হন। যাত্রীদের এই সমস্যার কথা মাথায় রেখে এবার এক আধুনিক ব্যবস্থা চালু করতে চলেছে ভারতীয় রেল।

   

রেল সূত্রের খবর, দেশের যে সমস্ত স্টেশনে অত্যধিক বেশি ভিড় হয় সেই সমস্ত স্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন ( Automatic Ticket Vending Machine) বা ATVM লাগানোর কথা ভাবছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। টিকিট কাউন্টারে লম্বা লাইন পরলে যাত্রীরা এবার থেকে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন ( Automatic Ticket Vending Machine) এর মাধ্যমে টিকিট কাটতে পারবেন।

অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন ( Automatic Ticket Vending Machine) এর একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো আপনার কাছে যদি খুচরো পয়সা না থাকে তাহলে আপনি অনলাইনে পেমেন্ট করে টিকিট কাটতে পারবেন।

কিভাবে কাটতে হবে টিকিট?
আপনার মোবাইলটি যদি স্মার্টফোন হয় এবং এতে ইউপিআই থাকে তাহলে মেশিনে প্রদত্ত কিউ আর (QR) কোডটি স্ক্যান করলে আপনি টিকিট কাটতে পারবেন। google pay,phone pe, paytm বা অন্য যেকোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে।

রেল কর্তৃপক্ষ আশা করছে, এই সুবিধা চালু হলে যাত্রীদের টিকিট কাটার ঝামেলা অনেকটাই কমবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর