বাংলাহান্ট ডেস্ক : আপনি কি ট্রেনে হামেশাই যাত্রা করেন? তাহলে আজকের এই খবর আপনার জন্যও খুব গুরুত্বপূর্ণ। যাত্রীসকলের সুবিধার জন্য টিকিট কাটার নতুন ব্যবস্থা শুরু করেছে ভারতীয় রেল। লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে আর টিকির কাটতে হবে না। নতুন ব্যবস্থায় অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বা এটিভিএম পাওয়া সুবিধা এখন ডিজিটাল মাধ্যমেও পাবেন গ্রাহকরা। এটিভিএম থেকে সরাসরি ডিজিটাল মাধ্যমেই টিকিট প্লাটফর্ম টিকিট বা মাসিক টিকিট ও কাটতে পারবেন। প্রত্যেক রেল স্টেশনে এটিভিএম মেশিন, ইউপিআই অথবা কিউআর কোডের ব্যবস্থাও করা হবে বলে জানাচ্ছে রেল।
রেলের তরফ থেকে এটিভিএম সুবিধা এমন স্টেশনগুলিতে শুরু করা হবে যেখানে যাত্রীদের ভীড় খুব বেশি হয়। এই সমস্ত স্টেশনে অনেক সময়ই টিকিট কাটার জন্য লম্বা লাইন পড়ে। তাই সেই লম্বা লাইন এবার অনেকটাই কম হবে বলেই অনেকে আশাবাদী।
এই সুবিধা পেতে গেলে আপনার থাকতে হবে একটা স্মার্ট ফোন। যে ফোনে পেটিএম, ফোনপে, ইউপিআই বেসড মোবাইল অ্যাপগুলি আছে। ইউপিআই বেসড মোবাইল অ্যাপ থেকে শুধুমাত্র কিআর কোড স্ক্যান করে আপনাকে পেমেন্ট করতে হবে। কিউআর কোড মেশিনে জ্বলে উঠবে। তারপরেই সেই কিউআর কোড স্ক্যান করতে হবে। কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার পরই আপনার গন্তব্য স্থলের টিকিট আপনি পেয়ে যাবেন।
ভারতীয় রেলের তরফ থেকে ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দেওয়ার জন্যই কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটার সুবিধার কথা ভেবেছে রেল। এই সুবিধার ফলে যেমন মানুষের সময় বাঁচবে তেমনই বাড়বে ট্রেনের টিকিট কাটার প্রবণতাও। এই সুবিধায় সাধারণ মানুষের পাশাপাশি ভারতীয় রেলেরও যথেষ্ট লাভ হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।