বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য এবার বড়সড় ঘোষণা করল রেল (Indian Railways)। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষে গ্রহণ করেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই রেলের তরফে এমন ১০ টি নতুন ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে যেগুলিতে যাত্রীরা রিজার্ভেশন ছাড়াই সফর করতে পারবেন।
বিরাট পদক্ষেপ রেলের (Indian Railways):
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সোমবার অর্থাৎ ২০ জানুয়ারি থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে। মূলত, যেসমস্ত রুটে যাত্রীর সংখ্যা বেশি থাকে সেইসব রুটে এই ট্রেনগুলি (Indian Railways) চালানো হচ্ছে। এমতাবস্থায়, আপনি যদি রিজার্ভেশন ছাড়াই এই ট্রেনগুলিতে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে জেনারেল ট্রেনের টিকিট কিনতে হবে। যেগুলি সহজেই রেলস্টেশন কাউন্টারে বা UTS অ্যাপের মাধ্যমে কেনা যায়।
এই ১০ টি রুটে চলবে ট্রেনগুলি:
১. মুম্বাই-পুণে সুপারফাস্ট: মুম্বাই থেকে ছাড়বে সকাল সাড়ে ৭ টায় এবং পুণে পৌঁছবে সকাল ১১ টায়।
২. হায়দ্রাবাদ-বিজয়ওয়াড়া এক্সপ্রেস: হায়দ্রাবাদ থেকে ছাড়বে সকাল সাড়ে ৭ টায় এবং বিজয়ওয়াড়া পৌঁছবে দুপুর ২ টোতে।
৩. দিল্লি-জয়পুর এক্সপ্রেস: দিল্লি থেকে সকাল ৬ টায় ছাড়বে এবং জয়পুর পৌঁছবে দুপুর দেড়টায়।
৪. লখনউ-বারানসী এক্সপ্রেস: লখনউ থেকে ছাড়বে সকাল ৭ টায় এবং বারাণসী পৌঁছবে দুপুর দেড়টায়।
৫. কলকাতা-পাটনা ইন্টারসিটি: কলকাতা থেকে ছাড়বে সকাল ৫ টায় এবং পাটনা পৌঁছবে দুপুর ২ টোতে।
আরও পড়ুন: এই প্লেয়ারের ওপরেই ভরসা! কে হবেন টিম ইন্ডিয়ার পরবর্তী ক্যাপ্টেন? রাখঢাক না রেখে জানালেন রায়না
৬. আহমেদাবাদ-সুরাট সুপারফাস্ট: আহমেদাবাদ থেকে সকাল ৭ টায় ছাড়বে এবং দুপুর সাড়ে ১২ টায় সুরাত পৌঁছবে।
৭. পাটনা-গয়া এক্সপ্রেস: পাটনা থেকে সকাল ৬ টায় ছাড়বে এবং গয়া পৌঁছবে রাত সাড়ে ৯ টায়।
৮. জয়পুর-আজমের সুপারফাস্ট: জয়পুর থেকে ছাড়বে সকাল ৮ টায় এবং আজমীর পৌঁছবে রাত সাড়ে ১১ টায়।
৯. চেন্নাই-বেঙ্গালুরু এক্সপ্রেস: চেন্নাই থেকে ছাড়বে সকাল ৮ টায় এবং বেঙ্গালুরু পৌঁছবে বিকেল সাড়ে ৩ টায়।
১০. ভোপাল-ইন্দোর ইন্টারসিটি: ভোপাল থেকে ছাড়বে সকাল সাড়ে ৬ টায় এবং ইন্দোরে পৌঁছবে দুপুর ১২ টায়।
আরও পড়ুন: মাত্র ৫ দিনে ৮০,০০০ কোটির লাভ! রিলায়েন্সের বিনিয়োগকারীদের কপাল খুলে দিলেন আম্বানি
ট্রেনের ভাড়া: দিল্লি থেকে জয়পুর পর্যন্ত জেনারেল কোচের টিকিটের ভাড়া ১৫০ টাকা এবং সিটিংয়ের ভাড়া ৩০০ টাকা।
মুম্বাই থেকে পুণে যাওয়ার জন্য সাধারণ কোচের টিকিটের ভাড়া ১২০ টাকা এবং সিটিংয়ের ভাড়া ২৫০ টাকা।
কলকাতা থেকে পাটনা পর্যন্ত জেনারেল কোচের টিকিটের ভাড়া ২০০ টাকা এবং সিটিংয়ের ভাড়া ৪০০ টাকা।