বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে এবং সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের জন্য একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতীয় রেলের তরফে। এদিকে, সাম্প্রতিক সময়ে একাধিকবার দেখা গিয়েছে যে রেল ট্র্যাকে রড, সিলিন্ডার বা এই জাতীয় জিনিসপত্র রাখা রয়েছে। তাই, এহেন ঘটনা কমিয়ে আনতে এবং দুর্ঘটনার হ্রাস করতে বড় পদক্ষেপ গ্রহণ করল রেল।
বড় পদক্ষেপ রেলের (Indian Railways):
জানা গিয়েছে যে, এই ধরণের দুর্ঘটনা এড়াতে এখন ইঞ্জিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা AI বেসড ক্যামেরা বসানো হবে। এর ফলে চলন্ত ট্রেন থেকে রেলপথের (Indian Railways) ওপর নজর রাখবে AI-এর চোখ। গত কয়েক মাসে সারাদেশে ট্রেন লাইনচ্যুত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সিলিন্ডার, পিলার, বড় পাথর ইত্যাদি রাখার বিষয় সামনে এসেছে। এই ধরণের ষড়যন্ত্র মোকাবিলায় রেল এখন ইঞ্জিনে AI বেসড ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
আসলে লোকো পাইলট রেল ট্র্যাকে (Indian Railways) দূরে রাখা কোনও বাধা বা সন্দেহজনক বস্তু দেখতে নাও পেতে পারেন। কিন্তু, এবার ট্রেনের AI চোখ অবশ্যই সেটি দেখতে পাবে। আর সন্দেহজনক কিছু দেখলেই সেটি তৎক্ষণাৎ বার্তার মাধ্যমে।লোকো পাইলটকে সতর্ক করবে। রেলওয়ে কর্মকর্তাদের মতে, ট্রেন এবং ট্র্যাকের নিরাপত্তার জন্য ইঞ্জিনে AI ভিত্তিক ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলির বিশেষত্ব হল সেগুলিতে লেজার প্রযুক্তিও থাকবে। এমতাবস্থায়, ট্র্যাকে সন্দেহজনক কিছু দেখা গেলে, লেজারের আলো ক্যামেরায় প্রতিফলিত হবে। যেহেতু ওই ক্যামেরাট AI বেসড হবে, তাই এটি সঙ্গে সঙ্গে বার্তা পাঠাবে। যেটির মাধ্যমে লোকো পাইলট ট্রেনের ব্রেক কষতে পারবেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার সাথে “প্রতারণা” করেছেন সরফরাজ? BCCI-এর কাছে জানানো হল নালিশ
প্রতিটি ইঞ্জিনে চারটি করে ক্যামেরা বসানো হবে: রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে, প্রতিটি ইঞ্জিনে চারটি করে ক্যামেরা বসানো হবে। অর্থাৎ, সামনে ২ টি এবং পেছনে ২ টি ক্যামেরা থাকবে। যাতে দুই দিকে নজর রাখা যায়।AI ক্যামেরার লেজার প্রযুক্তির সাহায্যে AI দূর থেকে সন্দেহজনক বস্তুটিকে দেখতে পাবে এবং ছবিটি থেকে শনাক্ত করবে।
আরও পড়ুন: ৬,৪৬,২৯,৩১,৯৫,০০০ টাকা! ২৪ ঘণ্টার মধ্যেই বিপুল আয়, নজির গড়লেন আদানি
পাশাপাশি সেটি এটিও পরখ করবে যে সেখানে কোন ধরণের বাধা আছে (যেমন পশু, মানুষ বা বিস্ফোরক) এবং সেই অনুযায়ী সতর্কতা পাঠাবে। এর মাধ্যমে আগেভাগে সতর্ক হয়ে ট্রেনের গতি কমিয়ে এনে বড় বিপদে এড়াতে পারবেন লোকো পাইলট।