যাত্রীদের জন্য দুর্ধর্ষ চমক রেলের! বদলে গেল হাইস্পিড ট্রেনের সংজ্ঞা, মিলল বড় আপডেট

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) যোগাযোগ ব্যবস্থা কালক্রমে হয়ে উঠেছে দেশের লাইফলাইন। ৮ থেকে ৮০, সব ধরনের যাত্রীদের কাছে পরিবহনের প্রথম পছন্দ রেল। যুগের সাথে তাল মিলিয়ে ভারতীয় রেল ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। যাত্রী সুবিধার্থে একের পর এক আপগ্রেডেশন করে চলেছে রেল কর্তৃপক্ষ।

ভারতীয় রেল (Indian Railways) নয়া তথ্য

যাত্রীদের জন্য একে একে ভারতীয় রেল (Indian Railways) ট্র্যাকে নামিয়েছে রাজধানী, শতাব্দী, বন্দে ভারত, তেজসের মতো অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন (Train)। এবার গতির নিরিখে ভারতীয় রেল আনতে চলেছে বড় পরিবর্তন। এতদিন ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটারের বেশি গতির ট্রেনগুলিকে বিবেচনা করা হত হাইস্পিড ট্রেন হিসাবে।

আরোও পড়ুন : তৃণমূল নেতার দাদাগিরি! ৩ দিন চলবে না ‘এই’ রুটের বাস! মাথায় হাত নিত্যযাত্রীদের

তবে নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে শুধুমাত্র ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতির ট্রেনগুলিকে নিয়ে আসা হচ্ছে হাই-স্পিড বিভাগের আওতায়। একইসাথে, এই নতুন বিভাগে অন্তর্ভুক্ত করা হচ্ছে রাজধানী, শতাব্দী, বন্দে ভারত সহ আরও একাধিক সুপারফাস্ট ট্রেনকে। রেল সূত্রে খবর, অদূর ভবিষ্যতে ভারতীয় রেলওয়ে ট্র্যাকে নামাতে চলেছে ঘন্টায় ২৮০ এবং ৩২০ কিমি গতিবেগে ছুটে চলা বুলেট ট্রেনও।

আরোও পড়ুন : ‘তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম’! কেন দল ছাড়ার সিদ্ধান্ত? এত বছর পর ‘ফাঁস’ করলেন শুভেন্দু

বর্তমানে ভারতের রেলপথে চলা ঘণ্টায় ১১০ কিলোমিটার বা ১৩০ কিলোমিটার গতিবেগের সুপারফাস্ট ট্রেনগুলি যাত্রীদের অনেক কম সময়েই পৌঁছে দিচ্ছে গন্তব্যে। এবার ঘন্টায় ২৮০ এবং ৩২০ কিমি গতিবেগের বুলেট ট্রেন ট্র্যাকে নামলে যে ভারতীয় রেল (Indian Railways) মানচিত্রের সংজ্ঞাটাই বদলে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Indian Railways high speed train related information

এছাড়াও সূত্রের খবর, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে রেলওয়ে লোকো পাইলটদের মেডিকেল ফিটনেস সম্পর্কিত নতুন নিয়মও আনতে চলেছে ভারতীয় রেল। রেল জানিয়েছে, ভারতের বিভিন্ন প্রান্তে সুপারফাস্ট এবং হাই-স্পিড ট্রেনের নেটওয়ার্ক আরও শক্তিশালী করার কাজ চলছে পুরোদমে। শুধু কম সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়াই নয়, অত্যাধুনিক ব্যবস্থা সহ স্বাচ্ছন্দ্যের সাথে যাত্রীদের পরিষেবা দেওয়ায় লক্ষ্য ভারতীয় রেলের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর