হয়ে গেল কনফার্ম! হাওড়া থেকে এই রুটে ছুটবে বুলেট ট্রেন, গতিবেগ ঘন্টায় ৩৫০ কিমি, মিলল বড় আপডেট

বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক বছরে ভারতীয় রেলের হাত ধরে দেশের গণপরিবহণ ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে ভারতীয় রেলে শুরু হয়েছে এক নয়া যুগ। সেমি হাই স্পিড এই ট্রেন অচিরেই জনপ্রিয় হয়ে উঠেছে রেল যাত্রীদের মধ্যে। এবার বন্দে ভারত এক্সপ্রেসের থেকেও দ্রুতগতির বুলেট ট্রেন (Bullet Train) ছুটতে চলেছে দেশের মাটিতে।

বুলেট ট্রেন (Bullet Train) নিয়ে ভারতীয় রেলের (Indian Railways) আপডেট

বুলেট ট্রেনের (Bullet Train) গতিবেগ হার মানাবে অন্যান্য উচ্চগতির ট্রেনকেও। আরও কম সময়ে গন্তব্যে পৌঁছাতে অদূর ভবিষ্যতে ভারতের রেল যাত্রীদের সেরা বাজি হতে চলেছে বুলেট ট্রেন। দেশের কোন কোন রুটের মধ্যে এই ট্রেন চলবে, কত দূরত্বের মধ্যে এই ট্রেন পরিষেবা দেবে, এমন হাজারও প্রশ্ন ঘোরাফেরা করছে যাত্রীদের মনে। এই আবহেই হাওড়া-বারাণসী বুলেট ট্রেন নিয়ে এল বড় আপডেট।

আরও পড়ুন : থরথর করে কাঁপবে শত্রুরা! এবার দেশের প্রত্যেক জওয়ানের মাথার ওপরে থাকবে ভয়ঙ্কর “ব্রহ্মাস্ত্র”

বারাণসী-হাওড়া বুলেট ট্রেন প্রকল্পের রুট চার্ট সম্প্রতি প্রকাশ করেছে ন্যাশনাল হাই স্পিড কর্পোরেশন (NHSC)। সূত্রের খবর, এই রুটের জন্য নির্মাণ করা হবে একটি এলিভেটেড ট্র্যাক। ট্র্যাক তৈরির জন্য জমি জরিপের কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে, বারাণসী-হাওড়া রুটের বুলেট ট্রেনটি যাবে বিহারের ২৮টি গ্রামের উপর দিয়ে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ! লন্ডন সফরের অনুমতি দিয়ে যা বলল হাইকোর্ট…

উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলার একাধিক প্রধান শহর সংযুক্ত হতে চলেছে এই রুটের মাধ্যমে। ঘন্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিবেগে এই বুলেট ট্রেন ছুটবে ঢোল বিঘা, তিরা, বাউরি, নর্মা, সুকিয়ামা, কৈরোয়া, গিঞ্জি, সিসরা, শর্মা, ডুমরি, নন্দনা, দামোয়া, ভরথু, সমরবন্দ, কোড়মান, শাহপুর, বন্ধুগঞ্জ, গান্ধার, পিউতা, কিস রামপুর, মোহাম্মদপুর, আবদাল, চারুই, বিষ্ণুপুর ওকরি, জইতপুর কুরুয়া, মিলকি, দেওড়া এবং শাদিপুরের উপর দিয়ে।

Indian Railways Howrah bullet train.

বারাণসী-হাওড়া রুটের বুলেট ট্রেনের মাধ্যমে যুক্ত হবে বারাণসী, বক্সার, পাটনা, গয়া, ধানবাদ এবং কলকাতার মতো প্রধান শহরগুলি। জানা যাচ্ছে, বারাণসী-হাওড়া বুলেট ট্রেন রুটে পাঁচটি স্টেশন থাকতে চলেছে বিহারে। প্রথম পর্যায়ে বুলেট ট্রেন রুট তৈরি হবে বারাণসী-হাওড়া করিডোরে। সূত্রের খবর, পরবর্তীকালে এই রুট সংযুক্ত করা হবে দিল্লির সাথে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর