নতুন মাইল ফলক ছুঁয়ে ফেলল হাওড়া ডিভিশন! বাংলার বুকেই হল ভারতীয় রেলের ঐতিহাসিক রেকর্ড

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways ) আমাদের দেশের অন্যতম ভরসাযোগ্য গণ পরিবহন মাধ্যম। প্রতিদিন হু হু করে বাড়ছে ভারতীয় রেলের যাত্রী সংখ্যা। লক্ষ থেকে ইতিমধ্যেই কোটিতে পৌঁছে গিয়েছে ভারতীয় রেলের যাত্রী। আগামী দিনে যা আরও বাড়বে বলেই অনুমান করছে রেল কর্তৃপক্ষ। এসবের মধ্যেই এক নতুল পালক জুড়লো হাওড়া ডিভিশনের (Howrah Division) রেলের মুকুটে।

সম্প্রতি অসামান্য কর্মক্ষমতা প্রদর্শন করে পণ্য পরিবহণে এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে ভারতীয় রেলের হাওড়া ডিভিশনে। রেল সূত্রে খবর এক মাসে প্রায় ২ হাজার ২২ মেট্রিক টন পণ্য পরিবহণ করেছে হাওড়া ডিভিশন। যা নিঃসন্দেহে একটি নতুন ঐতিহাসিক রেকর্ড |

যা দক্ষ পণ্যবাহী এই পরিবহণের মাধ্যমে হাওড়া বিভাগের শক্তিশালী কর্মক্ষমতা তুলে ধারার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডকেও সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ উল্লেখযোগ্য বিষয় হল এইসময় প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হয়েও ভারতীয় রেল এই নতুন রেকর্ড তৈরী করেছে | শুধু মে মাসেই এই অভূতপূর্ব লোডিং-এর মাধ্যমে এক মাসে সর্বোচ্চ পণ্যবাহীর রেকর্ড গড়েছে হাওড়া ডিভিশন৷

আরও পড়ুন: ইলিশ ছাড়াই জামাইষষ্ঠী? জামাইদের মন খারাপ করে দিল রুপোলী শস্য নিয়ে এই সরকারি নির্দেশ

এই ব্যতিক্রমী কর্মক্ষমতা আগের অর্থাৎ ২০২১ সালের নভেম্বরে হওয়া ১ হাজার ৯৪০মেট্রিক রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে| ২০২৪ সালের মে মাসে মালবাহী লোডিং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি ২০২৪ সালের মে মাসের  লোডিংয়ের তুলনায় ৫৮.৬৪% হারে বৃদ্ধি পেয়েছে।

 

 

Vande Sadharan will run on this route from Howrah

রেকর্ড বলছে  ২০২৪ সালের ৩১শে মে পর্যন্ত ক্রমবর্ধমান পণ্যবাহন ৩ হাজার ৭৮৪ মেট্রিক টন ছুঁয়েছে, যা ২০২৩-২৪ আর্থিক বছরের সংশ্লিষ্ট সময়ের জন্য ক্রমবর্ধমান লোডিংয়ের চেয়ে ৩২.৩৭% বেশি৷ প্রসঙ্গত হাওড়া ডিভিশনের এই কৃতিত্ব ভারতীয় রেলওয়ের প্রধান ভূমিকাকেই নিশ্চিত করে যা পরিবহণের মেরুদন্ড হিসাবে, মূল অর্থনৈতিক কর্মকাণ্ডকে চালনা করে ৷

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর