হাওড়া থেকে দিল্লি পৌঁছবেন এবার মাত্র ১২ ঘন্টায়! সর্বোচ্চ গতিতে চলবে ট্রেন, প্ল্যানিং শুরু রেলের

বাংলাহান্ট ডেস্ক : দিল্লি-হাওড়া দেশের অন্যতম ব্যস্ত একটি ট্রেন রুট। একাধিক ট্রেন প্রতিদিন চলাচল করে এই রুটে। এই ট্রেনগুলিতে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে থাকেন। এই রুটে ট্রেন চলাচল করে ঘন্টায় ৯০ থেকে ১৩০ কিমি গতিবেগে। এগুলির মধ্যে সবথেকে দ্রুত গতির ট্রেন হল রাজধানী এক্সপ্রেস।

রাজধানী এক্সপ্রেস দিল্লি হাওড়া রুটের সবথেকে জনপ্রিয় ও দ্রুত গতির ট্রেন। গন্তব্যে পৌঁছতে এই ট্রেনের যাত্রীদের মোটামুটি ১৭ ঘণ্টা সময় লাগে। তবে রেলের (Indian Railways) উদ্যোগে এবার আরো কম সময়ে যাত্রীরা পৌঁছে যাবেন গন্তব্যে। সূত্রের খবর , দেশের মধ্যে প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চলবে হাওড়া দিল্লি রুটে।

   

আরোও পড়ুন : মাত্র ৩৬ হাজার! জলের দামে বিকোচ্ছে Apple-র MacBook, হাতছাড়া করবেন না সুযোগ

এই ট্রেনের যাত্রা শেষ হয়ে হবে মাত্র ১২ ঘণ্টাতেই। দিল্লি হাওড়া রুটের অধিকাংশ ট্রেন চলে উত্তর মধ্য রেলওয়ের প্রয়াগরাজ বিভাগের মধ্য দিয়ে। হাই স্পিড ট্রেন চলাচল করার জন্য তৈরি হচ্ছে এই রুটটি। এই রুটে বর্তমানে ঘন্টায় ১৩০ কিমি বেগে ট্রেন চললেও, আগামীদিনে এই ট্রেনের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিমি হবে। 

আরোও পড়ুন : সন্দেশখালির ছায়া হাওড়ায়! শাড়ি দিয়ে ঢাকা মুখ, ফের হাতে বাঁশ, লাঠি হাতে রাস্তায় মহিলারা

সেই ভাবেই রেল লাইন নতুন করে আপগ্রেড করা হচ্ছে। নতুন আপগ্রেডেশনের ফলে ট্রেনের গতি যেমন বৃদ্ধি পাবে, তেমনই সময়কাল কমবে যাত্রার।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, স্লিপার বন্দে ভারত (Sleeper Vande Bharat Express) আগামী ২ মাসের মধ্যে চলাচল শুরু করবে। 

delhi howrah vande bharat

 

NCR CPRO হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন, বন্দে ভারত সহ অন্যান্য ট্রেনগুলিকে ১৬০ কিমি বেগে চালানোর জন্য , বর্ম থেকে ট্র্যাক এবং প্রযুক্তিতে আপগ্রেড করার কাজ চালাচ্ছে রেল। রেল বোর্ডের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত আছে বন্দে ভারত চালানোর। তারা তৈরি রয়েছে NCR অঞ্চলে অপারেশনাল ব্যবস্থা দেওয়ার জন্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর