বাংলাহান্ট ডেস্ক : সরকারি চাকরির স্বপ্ন থাকে অনেকেরই। তবে চাহিদার তুলনায় সুযোগ কম থাকায় অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে পারেন না। ভারতীয় রেল মাঝেমধ্যেই কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করে। ঠিক তেমনই এবার রেলের পক্ষ থেকে বিপুল পরিমাণ কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে শূন্যপদে।
ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ (Recruitment)
কিছুদিন আগে ৩২,৪৩৮টি শূন্যপদে (Vacancy) নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করে রেল (Indian Railways)। তবে সম্প্রতি শূন্যপদের সমীক্ষার পর আরো ২৫,৮০৪টি শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। রেলের পক্ষ থেকে প্রায় ৫৮,২৪২ টি শূন্যপদে নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাক মেন্টেইনার, পয়েন্টসম্যান সহ একাধিক পদে এই নিয়োগ করবে রেল।
শিক্ষাগত যোগ্যতা : পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ভিন্ন। তবে নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হলেও আবেদন করা যাবে। কিছু পদের জন্য লাগবে আইটিআই সার্টিফিকেট। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়স : ১৮ থেকে ৩৬ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
আরোও পড়ুন : বিচ্ছেদের গুঞ্জনে চাহালের পাশে নেটিজেনরা! অথচ ধনশ্রীর “চরিত্র” নিয়ে উঠল প্রশ্ন, সরগরম নেটপাড়া
আবেদনের পদ্ধতি : আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। আবেদন গ্রহণ শুরু হলে প্রার্থীদের ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে প্রথমেই সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। নির্দিষ্ট আবেদনের লিংকে ক্লিক করে পূরণ করতে হবে আবেদন পত্র। তারসাথে আপলোড করতে হতে পারে কিছু ডকুমেন্টস। শেষে আবেদন মূল্য মিটিয়ে সম্পন্ন করতে হবে আবেদন প্রক্রিয়া।
আবেদন মূল্য : জানা গেছে, আবেদন মূল্য বাবদ সাধারণ প্রার্থীদের ৫০০ টাকা ও সংরক্ষিত প্রার্থী ও মহিলাদের জন্য ২৫০ টাকা জমা দিতে হবে।