বাংলাহান্ট ডেস্ক : নয়া সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় রেল (Indian Railways)। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের (Hydrogen Train) পরীক্ষা হবে খুব শীঘ্রই। সূত্রের খবর, দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন তৈরি হয়েছে চেন্নাই’য়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারিতে। ১২০০ হর্স পাওয়ারের এই ট্রেন ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে ছুটে চলবে দেশের একাধিক রুটে।
ভারতীয় রেলের (Indian Railways) হাইড্রোজেন ট্রেন নিয়ে আপডেট
ট্রায়াল রানে সফলতা মিললে খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে ভারতীয় রেল (Indian Railways) শুরু করতে চলেছে হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) পরিষেবা। হাইড্রোজেন ফুয়েল সেল দ্বারা পরিচালিত ট্রেন নির্মাণের উদ্দেশ্যে ভারতীয় রেলের তরফে ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে ২৮০০ কোটি টাকা। প্রাথমিকভাবে তৈরি হবে ৮ কামরার ৩৫ টি হাইড্রোজেন চালিত ট্রেন।
আরও পড়ুন : ‘রটিয়ে দিল আমি নাকি…!’ পদত্যাগ নিয়ে এ কি বলেলন মমতা? তোলপাড় রাজ্য
মূলত পরিবেশ রক্ষার তাগিদেই ভারতীয় রেল হাইড্রোজেন চালিত ট্রেন চালু করার পরিকল্পনা করেছে। কার্বন নিঃসরণ হ্রাস করতে এই ট্রেনের ব্যবহার বৃদ্ধি করা হবে ভবিষ্যতে। ‘হাইড্রোজেন ফর হেরিটেজ’-এর অধীনে হাইড্রোজেন চালিত ট্রেন চলবে হেরিটেজ এবং পাহাড়ি রুটে। রেল সূত্রে খবর, কালকা-সিমলা হেরিটেজ রুটেই প্রথম এই ট্রেন চালু হবে।
আরও পড়ুন : মাত্র ১৫ মাসে খতম ৪০০ সদস্য! বেগতিক বুঝে কেন্দ্রের কাছে যুদ্ধবিরতির বার্তা মাওবাদীদের
আপাতত ভারতীয় রেলের তরফে ৩৫ টি রুট চিহ্নিত করা হয়েছে হাইড্রোজেন ট্রেন চালানোর উদ্দেশ্যে। হাইড্রোজেন ট্রেন চালানোর জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে রেল। আর পাঁচটা সাধারণ ট্রেনের থেকে অনেকটাই আলাদা হাইড্রোজেন ট্রেন। কার্বন নিঃসরণ কমাতে এই ট্রেন আগামী দিনে অপরিহার্য হয়ে উঠতে চলেছে। জিরো কার্বনের লক্ষ্যে হাইড্রোজেন ও ফুয়েল সেল ব্যবহার করে তৈরি করা হচ্ছে এই ট্রেন।
এই ট্রেনের হাইড্রোজেন ফুয়েল সেল হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন রাসায়ানিক ক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। রেলকর্তাদের কথায়, গণপরিবহনের ক্ষেত্রে ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে চলেছে এটি। বিশেষ করে পরিবেশ দূষণ রোধে হাইড্রোজেন চালিত ট্রেন অত্যন্ত প্রভাবশালী ভূমিকা নেবে। প্রধানত হেরিটেজ রুটগুলিতে রেল সফর আরও ত্বরান্বিত করতে হাইড্রোজেন ট্রেন ট্র্যাকে নামাতে চলেছে ভারতীয় রেলওয়ে।