বাংলাহান্ট ডেস্ক : ট্রেন ও ষ্টেশন সংলগ্ন এলাকার স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। স্টেশন চত্বরের পরিচ্ছন্নতা বজায় রাখতে ভারতীয় রেলের (Indian Railways) তরফে আনা হয়েছে বিশেষ আইন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যাত্রীদের মধ্যে চলছে দেদার ধূমপান ও স্টেশন চত্বর নোংরা করার মতো ঘটনা।
ধূমপায়ীদের থেকে ভারতীয় রেলের (Indian Railways) আয়
তবে স্টেশন চত্বর এলাকায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া নজরদারি চালায় আরপিএফ। আইন ভঙ্গ করলেই যাত্রীকে পড়তে হয় শাস্তির মুখে। গত আর্থিক বছরে আইন ভঙ্গের অভিযোগে কত যাত্রীকে পাকড়াও করা হয়েছে জানেন? ২০২৪-২৫ অর্থবছরে ট্রেন-স্টেশন চত্বরে ধূমপান ও নোংরা করার অভিযোগে কতজন যাত্রীকে পাকড়াও করা হয়েছে, সেই তালিকাই এবার প্রকাশ করল পূর্ব রেল। (Eastern Railway)
আরও পড়ুন : ২৬০০০ চাকরি বাতিল হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ‘গোপন’ বৈঠকে ‘এই’ তিন হেভিওয়েট, জল্পনা তুঙ্গে
লিটারিং অ্যাক্ট ও টোবাকো অ্যাক্ট অনুযায়ী পূর্ব রেলের একাধিক ডিভিশনে বিশেষ অভিযান চালানো হয় আরপিএফ-এর তরফে। আইন ভঙ্গ করলেই নেওয়া হয় ব্যবস্থা। লিটারিং অ্যাক্ট ও টোবাকো অ্যাক্টের অধীনে যাত্রীদের দিতে হয় মোটা অঙ্কের জরিমানা। পূর্ব রেল সূত্রে খবর, লিটারিং অ্যাক্টের অধীনে ট্রেন বা স্টেশন চত্বরে ময়লা ফেলার অভিযোগে ২০২৪-এর ১ এপ্রিল থেকে ২০২৫-এর ৩১ মার্চ পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৪৪,৭৮০ জনের বিরুদ্ধে।
আরও পড়ুন : সুখবর! রাজ্যের আরও ৭ টি পণ্য পেল GI ট্যাগ, রয়েছে বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডুও, উচ্ছ্বসিত সৌমিত্র
জরিমানা বাবদ ৪৪,৭৮০ জনের থেকে আদায় করা হয়েছে মোট ৫৫ লক্ষ ৫৯ হাজার টাকা। টোবাকো অ্যাক্টে ২০২৪ সালের ১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে মোট ২৭ হাজার ২৬৫ জনের বিরুদ্ধে। এই এক বছরে টোবাকো অ্যাক্ট ভঙ্গ করার অভিযোগে ২৭ হাজার ২৬৫ জনের কাছ থেকে জরিমানা বাবদ আয় হয়েছে মোট ৫৪.৫২ লক্ষ টাকা।
পূর্ব রেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১লা এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে মোট ৭২ হাজার যাত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। আইন ভঙ্গের অভিযোগে যাত্রীদের কাছ থেকে জরিমানা (Fine) বাবদ আয় হয়েছে মোট ১ কোটি ১০ লক্ষ ১১ হাজার টাকা।