ট্রেনে তো চড়েনই! কিন্তু একটি চাকার দাম সম্পর্কে ধারণা আছে? অবাক করবে আসল উত্তর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কোটি কোটি ভারতীয়রা প্রতিদিন রেলে মাধ্যমেই যাতায়াত করেন। তাইতো রেল যাত্রীদের সুবিধার কথা ভেবে সারাদেশ জুড়ে হাজার হাজার ট্রেন চালায় ভারতীয় রেল (Indian Railways)। ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা প্রতিটি প্রধান স্থানকে একে অপরের সঙ্গে যুক্ত করে রেখেছে।

ভারতীয় রেলের (Indian Railways) বড় খবর

সেই কারণেই দেশের জীবন রেখা হিসেবে পরিচিত ভারতীয় রেল (Indian Railways)। দেশের অর্থনীতির পেছনে ভারতীয় রেলের ভূমিকা বিরাট। তবে শুধুমাত্র অর্থনীতিকে ত্বরান্বিত করে রেল তা নয়, শস্য, কয়লা, সিমেন্ট, পেট্রোলিয়াম জাতীয় পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের ক্ষেত্রে রেলের ভূমিকা রয়েছে।

আরও পড়ুন : বিয়ের মণ্ডপেই আদৃতের সঙ্গে পুনর্মিলন শুভলক্ষ্মীর! স্লট দখল করতে “মোড় ঘোরানো” চমক জলসার

দেশে বাণিজ্যের প্রচারও করে এই রেল (Indian Railways)। আমরা বেশিরভাগ সময় ট্রেনে চেপে যাতায়াত করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যে ট্রেনের ওপর আমরা এত নির্ভর করি, সেই ট্রেনের চাকার দাম কত? বলে রাখি, কিছু ট্রেনের চাকা আমদানি করা হয়। আবার কিছু ট্রেনের চাকা তৈরি হয় দেশেই।

আরও পড়ুন : নায়ককে ছাড়াই এগোবে গল্প! নাকি ইতি পড়বে সিরিয়ালে, কী আছে জলসার জনপ্রিয় মেগার ভাগ্যে?

তবে জানা যায়, ট্রেনের একটি চাকার দাম প্রায় ৭০ হাজার টাকা। যদিও আনুষ্ঠানিকভাবে ভারতীয় রেলের তরফ থেকে এ নিয়ে কোনরকম তথ্য প্রকাশ করা হয়নি। ট্রেনের চাকার দাম, তার ধরন এবং নির্মাণ সামগ্রী সহ উৎপাদন প্রক্রিয়ার উপর নির্ভর করে থাকে।

Indian Railways information about train wheel

সেই অনুসারে ট্রেনের চাকার দামে তারতম্য হতে পারে। তবে দেশে ট্রেনের চাকা তৈরি হয়, সেক্ষেত্রে রেলের খরচ কম হয়। সেখানে আমদানি করলে খরচ হয় অনেকটাই বেশি। তবে দেশের কিছু ট্রেনের চাকা (Train Wheel) বিশেষ থেকেও আমদানি করা হয়ে থাকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X